বিনোদন ডেস্ক : দীর্ঘ ১ বছর পর নাটকে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। গত ৩০ জুলাই ‘স্মারক’ নামের একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইয়ামিন ইলান।
দীর্ঘ সময় পর নাটকে ফেরা প্রসঙ্গে নওশাবা বলেন, ‘ভালো লাগছে প্রায় এক বছর পর উত্তরার শুটিং এলাকায় গেলাম। গ্রিনরুমের গন্ধ পেলাম, অনেক দিন পর সহকর্মী, লাইট, ক্যামেরা মনিটরের দেখা পেলাম। আসলে নাটকের এ জগত্টাকে আমি এতটা গভীর থেকে ভালোবাসি তা বুঝতামই না, যদি অনেকটা সময় এর থেকে দূরে না থাকতাম।’
‘স্মারক’-এ আরও অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ ও সাবেরি আলম। আসছে ঈদে নাটকটি প্রচারিত হবে।
প্রায় এক বছর আগে ছাত্রদের নিরাপদ সড়ক আন্দোলনে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার হন নওশাবা আহমেদ। জামিনে মুক্তি পেয়ে মিডিয়ার আড়ালে চলে গিয়েছিলেন। সে সময় দীপঙ্কর দীপনের ‘টক্কর’ নামের একটি নাটকে কাজ করেছিলেন। তারপর থেকে নওশাবাকে আর নাটকে দেখা যায়নি। সবশেষ পাপেট শো পরিচালনা করে বেশ প্রশংসা পেয়েছেন নওশাবা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।