বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে আততায়ীর হাতে জখম হওয়ার পর লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় বলিউড নবাব সাইফ আলী খানকে। সেখানে দীর্ঘ ৫ দিন চিকিৎসা গ্রহণ শেষে মঙ্গলবার (২১ জানুয়ারি) বাড়ি ফিরেছেন এই অভিনেতা।
মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আপাতত ভাল আছেন অভিনেতা। তার অস্ত্রোপচার হয়েছে, কিছুদিন বিশ্রামে থাকতে হবে।
উল্লেখ্য, গত (১৬ জানুয়ারি) গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় সাইফের বিলাসবহুল ফ্ল্যাটে ঢুকে ডাকাতির চেষ্টা চালায় আততায়ী। অভিযোগ, এ সময় সাইফ আলী খান তাকে বাধা দিতে গেলে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করা হয় তাকে। রাত আড়াইটা নাগাদ রক্তাক্ত সাইফকে অটোরিক্সায় করে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে জরুরি অস্ত্রোপচার করা হয়, তার মেরুদণ্ড থেকে ছুরির ৩ ইঞ্চি লম্বা একটি টুকরো বের করা হয় এবং স্পাইনাল ফ্লুইড লিক বন্ধ করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ পরে অস্ত্রোপচারের সময় পাওয়া ওই ধারালো বস্তুটির ছবিও প্রকাশ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।