Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ বছরের যুদ্ধের অবসানে ইউক্রেনের সেনাবাহিনী ও রাশিয়া সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী ২০০ বন্দি বিনিময় করেছে। এর মধ্যে ইউক্রেন ফেরত দিয়েছে ১২৪ জন বিদ্রোহীকে এবং বিদ্রোহীরা ৭৬ জন ইউক্রেনীয় সৈন্য ও নাগরিককে মুক্তি দিয়েছে।
ইউক্রেন কর্তৃপক্ষ জানায়, মুক্ত ৭৬ জনের মধ্যে ১২ জন চাকরিজীবী। যাদের ২০১৫ সালে আটক করে বিদ্রোহীরা।
মুক্তি পাওয়ার পর ইউক্রেনের সৈন্য ও নাগরিকরা কিয়েভ পৌঁছলে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। আত্মীয়-স্বজনরা বরিস্পিল বিমানবন্দরে ভিড় জমায়।
দেশটির প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনিস্কিও সেখানে উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।