দুঃশি্চন্তার দিন শেষ: পৃথিবীতে বিদ্যুৎ দেবে মহাকাশে বসানো সোলার প্যানেল?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: শুনতে অবিশ্বাস্য মনে হলেও, মহাকাশে স্যাটেলাইটের মাধ্যমে সৌরশক্তি আহরণ করে ‘মাইক্রোওয়েভ বিমের’ মাধ্যমে তা পৃথিবীতে সরবরাহের পরিকল্পনা করেছে এক উদ্যোক্তা।এ পরিকল্পনা ২০৩৫ সালেই বাস্তবায়ন হতে পারে বলে জানিয়েছেন শিল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও গবেষকদের সংঘবদ্ধ উদ্যোগ ‘স্পেস এনার্জি ইনিশিয়েটিভ (এসইআই)’-এর কো-চেয়ারম্যান মার্টিন সোলটাও।‘ক্যাসিওপিয়া’ নামের একটি প্রকল্প নিয়ে কাজ করছে এসইআই। এ প্রকল্পের … Continue reading দুঃশি্চন্তার দিন শেষ: পৃথিবীতে বিদ্যুৎ দেবে মহাকাশে বসানো সোলার প্যানেল?