দুঃসংবাদ পেলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: আরও একটি দুঃসংবাদ শুনতে হলো ইংলিশদের। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ৮ পয়েন্ট কাটা হলো ইংল্যান্ড ক্রিকেট দলের।

ফাইল ছবি

ব্রিজবেনে প্রথম টেস্টে স্লো ওভার রেটের জন্য শতভাগ ম্যাচ ফি জরিমানা করা হয় ইংলিশ ক্রিকেটারদের। সেই সাথে আইসিসি থেকে জানানো হয়, টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পাঁচ পয়েন্টও কাটা হবে ইংল্যান্ডের। কারণ ঐ টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে পাঁচ ওভার কম করেছে ইংল্যান্ড।

কিন্তু পরবর্তীতে  জানানো হয়েছে, ৫ নয়, ব্রিজবেন টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ৮ ওভার কম বল করেছে ইংল্যান্ড। তাই ৮ পয়েন্ট কাটা হয়েছে ইংলিশদের। এতে অ্যাশেজের প্রথম টেস্টে আইসিসি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে মোট ৮ পয়েন্ট কাটা হয়েছে ইংল্যান্ডের।

বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬ ম্যাচ খেলে ১টি জয়, ৩টি হার ও ১টি ড্রতে ৬ পয়েন্ট ইংল্যান্ডের ঝুলিতে। জয়ের হার ১০ শতাংশ। পয়েন্ট টেবিলের সপ্তমস্থানে রয়েছে ইংল্যান্ড। ইংলিশদের পরই সর্বশেষ দল হিসেবে টেবিলের তলানিতে রয়েছে বাংলাদেশ। ২ ম্যাচ খেলে এখনো পয়েন্টের দেখা পায়নি বাংলাদেশ।

এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘ইংল্যান্ডের আট ওভার কম ছিল (আগের ঘোষণা অনুযায়ী পাঁচ ওভার নয়)। তবে ম্যাচ ফি’র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে তাদের।’

অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হারে ইংল্যান্ড। ঐ টেস্টের ৮ পয়েন্টসহ সর্বমোট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ১০ পয়েন্ট কাটা গেল ইংলিশদের। কারন ঘরের মাঠে গত জুলাই-আগস্টে ভারতের বিপক্ষে সিরিজের নটিংহাম টেস্টে স্লো ওভার রেটের কারনে ঐ সিরিজে ২ পয়েন্ট কাটা হয়েছিল ইংল্যান্ডের। এ নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের মৌসুমে দ্বিতীয়বারের মতো পয়েন্ট কাটা গেল ইংলিশদের।