স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ ত্রিদেশীয় সিরিজেও বাংলাদেশ দলের ব্যাটিং মানেই যেন ছিলেন তামিম ইকবাল। সেই তামিম বিশ্বকাপে হারিয়ে খুঁজছেন নিজেকে। ব্যাট হাতে ফর্মহীনতার পাশাপাশি নতুন দুশ্চিন্তা- ভারতের বিপক্ষে রোহিত শর্মার ক্যাচ হাতছাড়া।
ব্যক্তিগত ৯ রানে থাকা রোহিতের ব্যাট ছুঁয়ে আসা সহজ ক্যাচ ছাড়ায় অনেকেই বাংলাদেশের রাউন্ড রবিন লিগে এক ম্যাচ হাতে রেখে বাদ পড়ার পেছনে দায়ী করছেন তামিমকে। সেই রোহিত দিনশেষে ছিলেন ভারতের জয়ের নায়ক। তবে বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস শিষ্যের দুঃসময়ে পাশেই থাকছেন। যদিও জানালেন, এমন ক্যাচ মিস হয়ে উঠে ‘ব্যয়বহুল’।
রোডস বলেন, ‘বিগত বছরগুলোতে আমি অনেক ম্যাচ দেখেছি। আমি নিজেও অনেক খেলেছি। আমি জানি, যেকোনো ক্যাচ মিসই অনেক আফসোসের কারণ হয়ে উঠতে পারে।’তামিমের মত দেশের অন্যতম সেরা ফিল্ডারের হাত থেকে এত সহজ ক্যাচ ফসকে যেতে দেখে কিছুটা অবাকই হয়েছিলেন রোডস। তিনি জানান, ‘রোহিত কী দুর্দান্ত একজন ব্যাটসম্যান। তার ক্যাচ হাতছাড়া করলে… এটা একটু অবাক করার মতই। কিন্তু সে একজন মানুষ। আমিও একজন মানুষ, আমার খেলোয়াড়ি জীবনে আমিও ক্যাচ ছেড়েছি। কিন্তু কখনো কখনো তা অনেক আক্ষেপের বিষয় হয়ে উঠতে পারে।’
‘আমরা বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলেছি। আমরা কিছু সুযোগ হাতছাড়া করেছি। ভারতের মত দলের বিপক্ষে জিততে হলে আপনাকে ভুলগুলো দূর করতে হবে। তবে আমরা কঠোর চেষ্টা করেছি।’– বলেন রোডস।
ক্যাচ মিসের পাশাপাশি কাঠগড়ায় তামিমের ব্যাটিংও। কোনোভাবেই যেন খুঁজে পাচ্ছেন না পুরনো ছন্দ। তবে রোডসের দাবি, তামিম নিজেকে ফিরে পেতে চালিয়ে যাচ্ছেন আপ্রাণ চেষ্টা, ‘আমি বলব সে অনেক আন্তরিক ছিল। সে ব্যাট হাতে অনেক কিছু করেছে। আরও রান করতে চায়। অনেক চেষ্টা করেছে। আজ তার দিন ছিল না। কখনো কখনো আপনি চেষ্টা করেও সফল হবেন না।’
‘আমি মনে করি না এটা টেকনিক্যাল কোনো ব্যাপার। এমন উইকেটে বল অনেক ঘুরে যায়, ব্যাট করা ভয়ঙ্কর হয়ে ওঠে। তামিম অসাধারণ একজন ব্যাটসম্যান। তার শটটা ভালো ছিল না। একটি বলই আপনাকে আউট করার জন্য যথেষ্ট। তাই ব্যাটসম্যানের কাজটা সহজ নয়। ব্যাটসম্যান কামব্যাক করার জন্য সুযোগ পায় না, যেটা একজন বোলার পায়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।