Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপিকে মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এলাকার উন্নয়নের দুই আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তিনি। তার এলাকার একটি ফায়ার স্টেশনকে তৃতীয় ক্যাটাগরি থেকে দ্বিতীয় ক্যাটাগরিতে উন্নীত করা এবং পুলিশের একটি তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করার আবেদন করেছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল তার আবেদন বিবেচনার আশ্বাস দেন।
এসময় পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী ও ফায়ার সার্ভিসের ডিজি উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।