স্পোর্টস ডেস্ক : হারলেই বিদায়, জিতলে আবার বেঁচে থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আশা-এমন কঠিন সমীকরণ সামনে রেখেই মেক্সিকোর মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। এমন স্নায়ুচাপের ম্যাচে আবার দুই আর্জেন্টাইনের বিপক্ষেও লড়তে হবে লিওনেল স্কালোনির দলকে।
লুসাইল স্টেডিয়ামে শনিবার মেক্সিকোর মুখোমুখি হবে মেসিরা। বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি।
এই ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখতে মেক্সিকো শিবিরে থাকবেন দুই আর্জেন্টাইন; কোচ জেরার্দো তাতা মার্তিনো ও ফরোয়ার্ড ফুনেস মোরি।
২০১৯ সাল থেকে দলটির প্রধান কোচের দায়িত্বে আছেন মার্তিনো। আর গত বছর মেক্সিকোর হয়ে অভিষেক হয়েছে মোরির।
অথচ প্রায় দশ বছর আগে আর্জেন্টিনার জার্সিতেই প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন ৩১ বছর বয়সী এ ফরোয়ার্ড। সুপার ক্লাসিকোয় ব্রাজিলের বিপক্ষে অভিষেকের পর অবশ্য আলবিসেলেস্তেদের হয়ে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
ক্লাব ফুটবলে ২০১৫ থেকে মেক্সিকোর মন্তেরির হয়ে খেলছেন মোরি। ২০১৯ সালে তিনি নাগরিকত্ব বদলে মেক্সিকো জাতীয় দলের হয়ে খেলা ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু তখন ফিফার নিয়মে আটকা পড়ে যান তিনি। পরের বছর ফিফার নিয়মে বদল আনা হলে তার সামনে পথ খুলে যায়। শেষ পর্যন্ত ২০২১ সালের জুনে মেক্সিকোর নাগরিকত্ব পান এবং পরের মাসেই অভিষেক হয় দেশটির জাতীয় দলে।
এত দ্রুত জাতীয় দলে নেওয়ার পেছনে নিন্দুকরা প্রধান কোচ তাতা মার্তিনোর সরাসরি পক্ষপাতের অভিযোগ তোলেন। কেননা মোরির মতো মার্তিনোও একজন আর্জেন্টাইন। এ বিষয়ে মোরি একবার বলেছিলেন, “আপনি যদি ফুটবল সম্পর্কে জানেন, তাহলে আপনার জানার কথা আমি কী দেখিয়েছি।”
মোরিকে মেক্সিকো দলে সুযোগ দেওয়া ৬০ বছর বয়সী মার্তিনো ২০১৪ সালের অগাস্ট থেকে ২০১৬ সালের জুলাই পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ ছিলেন। খেলোয়াড়ি জীবনে ১৯৯১ সালে আর্জেন্টিনার জার্সি গায়ে ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি।
আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার পর দুই বছর মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের কোচ ছিলেন মার্তিনো। পরে ২০১৯ সালের ৭ জানুয়ারি মেক্সিকোর ডাগআউটে যাত্রা শুরু হয়েছে এ আর্জেন্টাইনের। এবার নিজ দেশের বিপক্ষে লড়াইয়ের রণকৌশল সাজাবেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।