লাইফস্টাইল ডেস্ক : স্ট্রেচ মার্ক বা ফাটা দাগ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। ওজন বেড়ে গেলে বা গর্ভাবস্থায় দেহে ফাটা দাগের দেখা মেলে। দেহে সাদা সাদা প্রসারিত দাগকে সাধারণত স্ট্রেচ মার্ক বলে। কিছু ঘরোয়া উপাদান রয়েছে, যেগুলো স্ট্রেচ মার্ক কমাতে কাজ করে-
চিনি
স্ট্রেচ মার্ক কমাতে চিনি একটি চমৎকার উপাদান। এটি ত্বকের মৃতকোষ কমাতে কাজ করে। চার ভাগের এক ভাগ নারকেল তেল বা কাঠবাদামের তেলের মধ্যে এক কাপ চিনি মেশান। এর মধ্যে সামান্য লেবুর রস মেশান। এবার স্ট্রেচ মার্কের অংশে মিশ্রণটি মাখুন। গোসলের আগে কয়েকবার এই মিশ্রণ মাখতে পারেন।
প্রতিবার ৮ থেকে ১০ মিনিট এটি মাখুন।
নারকেল তেল
ত্বকের ক্ষতির কারণে স্ট্রেচ মার্ক হয়। নারকেল তেল এই সমস্যা কমাতে অনেকটাই সাহায্য করে। গবেষণায় বলা হয়, নারকেল তেল ত্বকের ক্ষত নিরাময়ে উপকারী। এক্ষেত্রে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন। তবে নারকেল তেলে অ্যালার্জি হলে এটি ব্যবহার করা থেকে বিরত থাকুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।