দুই কেজি ওজনের ইলিশের দাম ৫ হাজার

ইলিশের দাম

জুমবাংলা ডেস্ক : এক ইলিশের দাম পাঁচ হাজার! শুনতে অবাক লাগলেও ঘটনা এমনই। শনিবার (৫ মার্চ) বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা শহরের সান্ধ্য মাছের বাজারে উঠেছে এই রাজা ইলিশটি। মাছটির ওজন দুই কেজি। বলেশ্বর নদে ধরা পড়া এটিই এ বছরের সেরা ইলিশ বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা।

ইলিশের দাম

মাছ ব্যবসায়ী মো. সোহাগ হাওলাদার জানান, জাকির হোসেন নামে তার এক জেলে বলেশ্বর নদে দুপুরে জাল ফেলেন। বিকেলে জাল টানার পর ছোট-বড় আরো কয়েকটি ইলিশ ও অন্যান্য মাছের সঙ্গে ওঠে রাজা ইলিশটি। সন্ধ্যায় মাছটি বাজারে ওঠানো হলে ক্রেতার পাশাপাশি উৎসুক মানুষ মাছটি দেখার জন্য ভিড় করেন। কারণ এত বড় ইলিশের সহজে পাওয়া যায় না বলেই মানুষের এত আগ্রহ দেখার।

মাছ ব্যবসায়ী সোহাগ জানান, আড়াই হাজার টাকা কেজি দরে দুই কেজির ইলিশটির দাম পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছে। এই দামে বিক্রি করতে পারলে জেলের দাম পরিশোধের পর নিজের সামান্য কিছু লাভ থাকবে।

সান্ধ্য বাজারের আ. হালিম খান, খোকন হাওলাদার, বাশার হাওলাদারসহ মাছ ব্যবসায়ীরা জানান, বলেশ্বর নদে একসময় প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যেত। চার-পাঁচ বছর আগেও জেলেদের জালে প্রায়ই দুই কেজি, আড়াই কেজি ওজনের ইলিশ ধরা পড়ত। কিন্তু এখন আর সেই ইলিশের দেখা মেলে না। বলেশ্বরে অসংখ্য ডুবোচর পড়ে গভীরতা কমে যাওয়া আগের মতো ইলিশ আসে না।

এবার প্রশ্নের মুখে সানি লিওনের মাতৃত্ব

এ ব্যাপারে শরণখোলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, বলেশ্বর নদের বিভিন্ন পয়েন্টসহ বঙ্গোপসাগরের মোহনায় অসংখ্য ডুবোচর পড়েছে। এ কারণে সাগর থেকে উঠে আসা ইলিশের গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে একসময়ের ইলিশের জন্য প্রসিদ্ধ বলেশ্বর এখন ইলিশশূন্য হয়ে পড়েছে। চর অপসারণ করা হলে আবার ইলিশের প্রাচুর্য ফিরে আসবে বলেশ্বরে।