জুমবাংলা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ২৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুই টাকা দামের একটি মাস্কের জন্য তাদের একেকজনকে এক শ থেকে দুই শ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার মোগড়া বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, অভিযান চলাকালে পথচারী, ক্রেতা-বিক্রেতাসহ বিভিন্ন যানবাহনের ২৫ জন চালককে ৪৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলামসহ থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
চরম অপমান করলেন সেলসম্যান, জবাবে ১০ লাখ রুপি নিয়ে শোরুমে কৃষক
উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি লংঘনের দায়ে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন-২০১৮ অনুযায়ী তাদেরকে জরিমানা করা হয়। সরকার ঘোষিত চলমান স্বাস্থ্যবিধি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।