Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের মীরসরাইয়ে দুই ট্রেনের ধাক্কায় রুবেল (৩২) নামে নববিবাহিত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে চট্টগ্রামমুখী প্রভাতী এক্সপ্রেসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
মীরসরাই উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ জানান, মধ্যম ওয়াহেদপুর গ্রামের নুরুল হকের ছেলে রুবেল দুবাই থেকে ফিরে ২ মাস আগে বিয়ে করেন। মেহেদির রং না শুকাতেই মৃত্যু হল তার।
তিনি জানান, শুক্রবার দুপুরে কয়েকজন বন্ধুসহ বেড়াতে গিয়েছিলেন হাদিফকিরহাট পূর্ব পাশের রেললাইনে। ওই সময় ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল আন্তঃনগর প্রভাতী। এছাড়া বিপরীত দিকে যাচ্ছিল একটি মালবাহী ট্রেন।
এরই মধ্যখানে পড়ে যান রুবেল। প্রথমে ধাক্কা লাগে প্রভাতীর সঙ্গে। আবার পাল্টা ধাক্কা খান মালবাহী ট্রেনের সঙ্গে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।