দুই পা-ওয়ালা বাছুরের জন্ম, উৎসুক জনতার ভিড়

জুমবাংলা ডেস্ক : পঞ্চগডের বোদা পৌরসভার ৮নং ওয়ার্ডের সাতখামার এলাকায় জন্ম নিয়েছে দুই পা-ওয়ালা একটি বাছুর। স্বাভাবিকভাবে গরুর চারটি পা থাকে। কিন্তু জন্ম নেয়া বাছুরটির সামনের দুটি পা নেই। শুধুমাত্র পেছনের দুটি পা নিয়েই জন্মগ্রহণ করেছে। বাছুরটিকে একনজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসছে উৎসুক জনতা।

শুক্রবার দিবাগত রাতে বোদা পৌরসভার সাতখামার এলাকার সাদ্দাম হোসেনের বাড়িতে এই গরুর বাছুরটি জন্ম নেয়। জন্ম নেয়ার পর বাছুরটি গাভীর দুধ পান করেছে বলে জানান গরুর মালিক সাদ্দাম হোসেন। তবে এখনো হাটতে পারছে না বাছুরটি।

দুই পা-ওয়ালা বাছুরটি দেখতে যান রাজধানী ফল ভান্ডারের স্বত্বাধিকারী মোঃ সানোয়ার হোসেন। তিনি বলেন, দুই পা-ওয়ালা বাছুর আমি আগে কখনো দেখিনি। যখন শুনলাম এখানে দুই পা-ওয়ালা গরুর বাছুর হয়েছে তখন দেখার জন্য আসলাম।

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদরাসাপ্রধান আটক

গরুর মালিক সাদ্দাম হোসেন বলেন, ‘আমি গরুটি গাভীন (গর্ভবতী) থাকা অবস্থায় বাজার থেকে কিনেছিলাম। আনুমানিক রাত আড়াইটার দিকে বাছুরটি দুই পা নিয়ে জন্মেছে। বাছুরটি দেখার জন্য দূর-দূরান্ত থেকে অনেক লোকজন আসছে। বাছুরটি বর্তমানে সুস্থ আছে। মায়ের দুধ খাচ্ছে।

এ বিষয়ে বোদা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বলেন ডা. মুহাম্মদ আব্দুস সোবহান বলেন, ‘এটাকে মেডিক্যালের ভাষায় বলা হয় কনজেনিটাল এনোমালিস (congenital anomalies)। এটা একটা জীনগত সমস্যা।

চট্টগ্রামে তিন ভাইয়ের মৃত্যুদণ্ড