বিনোদন ডেস্ক: আবারও উপস্থাপিকা হিসেবে টেলিভিশনের পর্দায় আসছেন গুণী রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন। আগামী ১ মে থেকে তার উপস্থাপনায় মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘পরম্পরা’।
এর আগেও একই চ্যানেলে একাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। এবারের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে একটু ভিন্ন আঙ্গিকে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাংলা গান- এই নিয়ে গল্প, আড্ডা, গানের আয়োজন ‘পরম্পরা’।
এ অনুষ্ঠানের প্রতিটি পর্ব সাজানো হবে বাংলা গানের নির্দিষ্ট একটি ধারা নিয়ে। অতিথি হিসেবে থাকবেন দুই প্রজন্মের দুজন সংগীতশিল্পী। গান পরিবেশনের পাশাপাশি সংগীত নিয়ে নিজেদের ভাবনাগুলো দর্শকদের সঙ্গে ভাগাভাগি করবেন তারা।
প্রথম পর্বের অতিথি দুই প্রজন্মের দুজন গুণী রবীন্দ্রসংগীতশিল্পী- ফাহিম হোসেন চৌধুরী এবং সেমন্তী মঞ্জরী। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন সাইফুল ইসলাম। প্রতি সোমবার রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।