স্পোর্টস ডেস্ক: এবছরের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক। কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্ব ক্রীড়াঙ্গনের বৃহত্তম আসরটি পিছিয়ে গেছে ২০২১ সালে। সেইসঙ্গে একবছর পিছিয়ে গেছে প্যারালিম্পিকও।
টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক স্থগিত হওয়ার পর এবার পিছিয়ে গেল ২০২১ কমনওয়েলথ যুব গেমস। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর সঙ্গে সময়সূচি সাংঘর্ষিক হওয়ায় শুক্রবার (১ মে) আসরটি পিছিয়ে ২০২৩ সালে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কমনওয়েলথ গেমস ফেডারেশন নির্বাহী বোর্ড।
এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে, কমনওয়েলথ গেমস ফেডারেশন (সিজিএফ)।
প্রসঙ্গত, ত্রিনিদাদ ও টোবাগোতে ২০২১ সালের ১-৭ আগস্টে হওয়ার কথা ছিল কমনওয়েলথ যুব গেমসের সপ্তম আসর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।