দুই বাঘের ভয়ঙ্কর লড়াই, ভিডিও ভাইরাল

দুই বাঘের ভয়ঙ্কর লড়াই

আন্তর্জাতিক ডেস্ক : ইনস্টাগ্রামে সম্প্রতি দু’টি বাঘের মধ্যে লড়াইয়ের ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওটি ‘ওয়ান আর্থ ওয়ান লাইফ’ নামে একটি পেজে পোস্ট হয়েছে ক’দিন আগে। মিনিটখানেকের ছোট ওই ভিডিও ক্লিপের ক্যাপশনে লেখা, দু’টি বাঘের ভয়ঙ্কর লড়াই। ইতিমধ্যে ওই ভিডিওটি অনেক জনপ্রিয়তা পেয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪৬,০০০ জন ভিডিওটি দেখেছেন। পছন্দ করেছেন ১,২৮০ জন।
দুই বাঘের ভয়ঙ্কর লড়াই
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দু’টি বাঘ একে অপরের উপরে ভয়ঙ্করভাবে ঝাঁপিয়ে পড়ছে। তাদের নিজেদের অধিকার এবং দাপট প্রমাণ করতে গর্জন করছে। আঁচড়ও কাটছে একে অপরের গায়ে। তাদের লড়াই কয়েক সেকেন্ডের। লড়াই থেমে যাওয়ার পরে, দু’টি বাঘকেই বিপরীত দিকে হাঁটতে দেখা যায়। ভিডিওটি দেখে মনে হয়েছে, এটি একটি খোলা জিপ থেকে কোনও পর্যটক কিছুটা দূরত্ব বজায় রেখে রেকর্ড করেছেন। তবে কোন জায়গায় এই ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি।

এই ভিডিওটি দেখে অনেকে নানা রকম মতামত প্রকাশ করেছেন সমাজমাধ্যমে। তাঁদেরই একজন লিখেছেন, ‘‘এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না।’’ আর একজন লিখেছেন,‘‘এদের ভয়াবহ গর্জনে আমার গায়ে কাঁটা দিল।’’ অন্য একজন লিখেছেন,‘‘ওদের আর্তনাদ বিড়ম্বনা দিয়েছে আমাকে।’’