দুই ভাষায় আসিফের নতুন গান

বিনোদন ডেস্ক : নতুন গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। শিরোনাম ‘ইচ্ছেরা’। গানটি বাংলা ও হিন্দি দুই ভাষায় প্রকাশ হবে। এতে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী। গানটির বাংলা ভার্সন লিখেছেন কলকাতার বূদ্ধাদিত্য মূখার্জী।

হিন্দিতে শিরোনাম দেওয়া হয়েছে ‘বেপানা দিল’। এটি লিখেছেন শাদাব আখতার। সুর, সংগীতায়োজন করেছেন রাজীব ও মোনা। এরই মধ্যে গানের রেকর্ডিং শেষ করেছেন আসিফ।

নতুন এ গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রায় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। দুই ভার্সনেই এটি প্রকাশ হবে, তাই সেভাবে গেয়েছি। রেকর্ডিং হয়েছে আরও পাঁচ মাস আগে। এখন হবে গানের মিউজিক ভিডিওর শুটিং। নিটোল প্রেমের গানটির মডেল হিসাবে ফারজানা সিঁথি ও তরুণ সংগীতশিল্পী শেখ সাদীকে নিয়েছি।’

অবশেষে প্রেক্ষাগৃহে আজ ‘দরদ’

শিগগিরই শালদহ ইকো রিসোর্ট ও গাজীপুরে এর দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। ভিডিও পরিচালনা করবেন সৌমিত্র ঘোষ ইমন। গানটি আসিফ আকবরের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।