আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সারাবিশ্ব আজ আতঙ্কিত। এরই মধ্যে এক মার্কিন যুবক দুই মাসে তিনবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। টেক্সাসের ২৬ বছর বয়সী খ্রিস্টান বার্মিয়া ১৯ মার্চ প্রথম ভাইরাসে সংক্রমিত হন। ওই সময় তেমন কোনো উপসর্গ ছিল না। এখনো খুব একটা নেই। ফক্স নিউজকে তিনি বলেন, ‘নাকে আগের মতো ঘ্রাণ পাচ্ছি না। শরীর দুর্বল। মাথা ঘোরে। মনে হচ্ছে পাগল হয়ে যাব।’ তিনি আরও জানান, সব সময় তার মনে হচ্ছে করোনা শরীরে থেকেই যাচ্ছে।
বার্মিয়া গত মার্চ থেকে এখন পর্যন্ত ৫২ দিন আইসোলেশনে আছেন। আর কতদিন থাকতে হবে, সেটি ডাক্তাররাও বলতে পারছেন না। বার্মিয়া বলেন, ‘এই ভাইরাস শুধু শারীরিক ক্ষতি করে না। মানসিকভাবেও শেষ করে দেয়।’ বার্মিয়া চলতি সপ্তাহে আবার টেস্ট করাবেন। এভাবে আরও কয়েক মাস টানা তাকে টেস্টের ভেতর থাকতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



