আন্তর্জাতিক ডেস্ক : আগের স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। তাই তাকে ছেড়ে অন্য এক ব্যক্তির সঙ্গে প্রেম এবং তারপর বিয়ে করেন ওই নারী। আগের পক্ষের মেয়েদের নিজের মায়ের কাছে রেখে নতুনভাবে সংসার পাতেছিলেন তিনি। কিছুদিনের মধ্যে দুই সন্তানকে নিজের কাছে নিয়ে আসেন মা। কিন্তু তারপরই ঘনিয়ে আসে বিপদ।
সৎবাবার নজর পরে ১৫ বছর ও ১৩ বছরের কিশোরী মেয়েদের দিকে।প্রথমে বড় মেয়েকে লাগাতার ধর্ষণ শুরু করেন সৎ বাবা। তারপর ছোট মেয়ের ওপরও অত্যাচার শুরু হয়, মা কোনও প্রতিবাদই করতে পারেননি৷ ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের।
বাড়িতে এক চাচাতো ভাই থাকতেন, তাকেও অনুমতি দেয়া হয় বোনেদের ওপর অত্যাচার চালাতে৷ তখনও মা বাঁচাননি মেয়েদের।
এই কথা কাউকে বলতে পারছিল না দুই বোন। অবশেষে এক খালার কাছে মুখ খুলতে বাধ্য হয় তারা। সেই খালার হাত ধরেই পৌঁছে যায় পুলিশের কাছে। অভিযোগ জানানো হয়। শেষে অভিযুক্ত সৎবাবাকে গ্রেফতার করে পুলিশ। চাচাতো ভাই পালিয়ে যাওয়ায় তাকে খুঁজছে পুলিশ।