জুমবাংলা ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুই হাজার কেজির বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) ঢাকা মহানগরের উত্তরা ও শেরে বাংলা নগর, বরিশাল, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাত বন্ধে ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৮টি মামলার মাধ্যমে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং আনুমানিক ২ হাজার ৪২ কেজি পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তর। এ সময় একটি পলিথিন কারখানা বন্ধ করে সিলগালা করা হয়েছে।
জানা গেছে, ঢাকা মহানগরের উত্তরা, শেরে বাংলা নগর ও গাজীপুরে খোলা অবস্থায় নির্মাণসামগ্রী রাখা এবং স্টিল/রি-রোলিং মিলের বায়ুদূষণের দায়ে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ১১টি প্রতিষ্ঠান থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।
ঢাকা মহানগরের মিরপুর-১ এলাকায় যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের দায়ে পরিবেশ অধিদপ্তরের ১টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানে ৩টি পরিবহনের চালককে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ প্রতিরোধে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ১টি যানবাহনের চালককে ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
ঢাকার একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে সিসা/ব্যাটারি গলানোর দায়ে ১টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানে দুই ট্রাক সিসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.