নিজের বিলাসবহুল দুটি গাড়ি ফেরত চাইলেন মডেল পিয়াসা

নিজের বিলাসবহুল দুটি গাড়ি ফেরত চাইলেন মডেল পিয়াসা

জুমবাংলা ডেস্ক : রাজধানীর গুলশান থানায় জব্দ হওয়া দুটি গাড়ি ফিরে পেতে আদালতে আবেদন করেছেন আলোচিত মুনিয়া হ ত্যা মামলায় অন্যতম আসামি মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা।

নিজের বিলাসবহুল দুটি গাড়ি ফেরত চাইলেন মডেল পিয়াসা

সোমবার (১০ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৪ এর বিচারক মোহাম্মদ মোরশেদ আলমের আদালতে আবেদন করেন তিনি।

আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ বিষয়ে পরে আদেশ দেয়া হবে বলে জানিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মডেল পিয়াসা গুলশানের আলোচিত মুনিয়া হত্যা মামলার আসামি। এ হ ত্যা কাণ্ডের পর তাকে সেসময় গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর এ বছরের ১৫ মার্চ জামিন আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ তাকে জামিন দিয়েছিল। জামিন পেলেও তার জব্দ করা গাড়িগুলো এখনও ফেরত পাননি তিনি।

এর আগে পিয়াসার পক্ষে গত বছরের ডিসেম্বরে আদালতে জামিন আবেদন দাখিল করেন তার আইনজীবী আসাদুজ্জামান খান। পরে আসামিপক্ষ তাদের আইনজীবী পরিবর্তন করেন। মামলাটি যায় আইনজীবী নোমান হোসাইন তালুকদারের কাছে।

আমার মেয়েটা ছোট, ওকে বাঁচতে দিন: পূজা চেরির মা