Advertisement
ভোলায় দুটি দেশি অস্ত্রসহ জলদস্যু জাকির বাহিনীর প্রধান জাকিরকে (৪০) আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা। আজ শুক্রবার (৪ অক্টোবর) সকালে ভোলা সদর উপজেলার পরানগঞ্জ গুপ্তমুন্সি এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় জাকিরের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর সকালে সংবাদ সন্মেলনে এসব তথ্য জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার অপারেশন অফিসার লে. ওয়াসিম আকল জাকি (এক্স বিএন)। পরে অস্ত্র ও জলদস্যুতার মামলায় জলদস্যু জাকিরকে ভোলা সদর থানায় পুলিশের হাতে সোপর্দ করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।