আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে দুটি মার্কিন ড্রোনকে জব্দ করার পর ছেড়ে দিয়েছে ইরানের নৌবাহিনী। সামুদ্রিক নিরাপত্তা লঙ্ঘনের দায়ে এগুলোকে জব্দ করা হয়েছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
এক সপ্তাহের মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় ঘটনা।
শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টিভি তাদের প্রতিবেদনে বলেছে, মার্কিন বহরকে সম্ভাব্য দুর্ঘটনার শঙ্কার ব্যাপারে সতর্ক করার পর বৃহস্পতিবার ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ জামারান মনুষ্যবিহীন ওই দুটি যান জব্দ করে। আন্তর্জাতিক শিপিং লেনগুলো নিরাপদ করার পর একটি নিরাপদ স্থানে যান দুটি ছেড়ে দেয়া হয়েছে।
রাষ্ট্রীয় টিভি বলেছে, ইরানের নৌবাহিনীর বহর আন্তর্জাতিক সামুদ্রিক নৌপথে অনেকগুলো মনুষ্যবিহীন গোয়েন্দা যান দেখতে পায়। পরে আমেরিকান একটি যুদ্ধজাহাজকে দু’বার সতর্ক করার পর সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দুটি মার্কিন ড্রোন জাহাজকে আটক করা হয়।
এর আগে গত মঙ্গলবার ইরানের আধা সামরিক বাহিনী- ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পোরেশন (আইআরজিসি) আমেরিকার একটি সামুদ্রিক ড্রোনকে আটক করেছিল। পরে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার সেখানে পৌঁছার পর মনুষ্যবিহীন ওই জাহাজকে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
ইরান লোহিত সাগরে ইয়েমেন উপকূলের কাছে তাদের নৌ সেনাদের উপস্থিতি বাড়াচ্ছে। ইয়েমেনের ওই অঞ্চলটি রয়েছে ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। এক যুগ আগে তেলের ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজগুলোকে দস্যুদের হাত থেকে রক্ষা করতে সেখানে সেনা পাঠিয়েছিল ইরান।
এদিকে ইরান পারস্য উপসাগরীয় এলাকায় মার্কিন সামরিক তৎপরতার ব্যাপারে বার বার মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আসছে। সূত্র : আলজাজিরা
জেলেই পাওয়া যাচ্ছে ফাইভ স্টার খানা, খাবার সময় হলেই জিভে জল আসে বন্দিদের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।