দুদিন ধরে টানা যন্ত্রণা, পুত্রবধূর যে কষ্টের কথা বলতে গিয়ে কান্নায় চোখ ভিজলো বিগবির

বিনোদন ডেস্ক: বলিউডের শাহেনশা তিনি। সেই শুরুর সময় থাকে এখনো পর্যন্ত নিজের রাজত্ব কায়েম রেখেছেন গোটা ইন্ডাস্ট্রির মঞ্চে। বচ্চন পরিবারের উপর মিডিয়ার নজর টিকে রয়েছে সর্বক্ষণ। তাদের সম্পর্কে যেকোন খবরই নজর কাড়ে সাধারণের। ৮০ বছর বয়সেও অভিনেতা নিজের জনপ্রিয়তা বজায় রেখেছেন।

তার সম্পর্কিত যেকোন খবরই সাধারণ মানুষ আগ্রহের সাথে পড়ে থাকেন। তবে সম্প্রতি নিজের পুত্রবধূর কথা বলতে গিয়েই চোখে জল অভিনেতার।

মিডিয়ার সামনে অভিনেতা যেদিন ঐশ্বরিয়া রাই বচ্চনকে বচ্চন পরিবারের পুত্রবধূ হিসেবে ঘোষণা করেছিলেন সেদিন থেকেই একাধিক বিতর্ক উঠে এসেছিল মিডিয়ার পাতায়। অনেকেই অভিনেতার এই সিদ্ধান্তকে ভুল বলে চিহ্নিত করেছিলেন। তবে অভিনেতা যে ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, তা প্রমাণিত বহুক্ষেত্রে।

২০০৭-এ অভিষেক বচ্চনের সাথে বিয়ের ৪ বছর পর‌ অর্থাৎ ২০১১-তে মা হয়েছিলেন অভিনেত্রী। অভিষেক ও ঐশ্বরিয়ার সন্তান আরাধ্যা খুবই আদরের বচ্চন পরিবারের কাছে। তবে আরাধ্যা হওয়ার সময় টানা দুদিন ধরে যন্ত্রণায় কষ্ট পেয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি সেই কথার সূত্রেই চর্চায় অভিনেতা।

একবার এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, আরাধ্যা হওয়ার আগে লেবার পেনে খুবই কষ্ট পাচ্ছিলেন অভিনেত্রী। সেইসময় চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন, যাতে তারা সিজার করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে চিকিৎসকদের এই কথায় একেবারেই সহমত পোষণ করেননি খোদ অভিনেত্রী। তিনি নর্মাল ডেলিভারিই চেয়েছিলেন।

আর সেই কারণবশতই টানা দুদিন ধরে চুড়ান্ত যন্ত্রণায় কষ্ট পেয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে কষ্ট সহ্য করেই পেয়েছিলেন নিজেদের রাজকন্যাকে। সাক্ষাৎকারে অভিনেত্রীর সেই কষ্টের কথা জানাতে গিয়ে কষ্ট পেতে দেখা গিয়েছিল বিগবিকেও।

কারণ অভিনেত্রীকে শুরু থেকেই নিজের মেয়ের জায়গায় স্থান দিয়েছেন অভিনেতা। আর একথা বহুবার নিজেই একাধিক সাক্ষাৎকারে স্বীকার করেছেন অভিনেতা। বর্তমানে গোটা বচ্চন পরিবারের চোখের মনি আরাধ্যা।

ক্যামেরার আলো নিতে পারছেন না, সামান্থার ভক্তদের জন্য দুঃসংবাদ