দুধে ভেজাল সহজেই বুঝবেন যেভাবে

গরুর দুধে

লাইফস্টাইল ডেস্ক: দুধে কতটা পরিমাণ ভেজাল রয়েছে,তা শনাক্ত করবে ছোট্ট একটি পেপার-বেসড ডিভাইস। থ্রি-ডাইমেনশনাল পেপার-বেসড পোর্টেবল ডিভাইসটি দুধের মধ্যে ভেজাল রয়েছে কি না,৩০ সেকেন্ডেই শনাক্ত করতে পারে। এই পরীক্ষাটি আপনি বাড়িতে বসেই করতে পারবেন।

ইউরিয়া থেকে শুরু করে সাবান,স্টার্চ,হাইড্রোজেন পেরক্সাইড,সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট সহ একাধিক ভেজাল জিনিস শনাক্ত করতে পারবে ডিভাইসটি। এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন ভারতের পল্লব সিনহা মহাপাত্র। তিনি বলেন,’এই ডিভাইসের অভিনবত্ব হল, এটি একই সঙ্গে একাধিক ভেজাল পদার্থকে দুধ থেকে শনাক্ত করতে পারে। ইউরিয়া থেকে শুরু করে ডিটারজেন্ট, হাইড্রোজেন পেরক্সাইড ডিটেক্ট করতে পারে দুধের স্যাম্পেল থেকে।
গরুর দুধে
পাশাপাশি রং মেশানো হলে সেটাও শনাক্ত করতে পারে’। প্রফেসর পল্লব সিনহা মহাপাত্রকে এই গবেষণায় সাহায্য করেছেন শুভাশিস পাটারি এবং প্রিয়ঙ্কন দত্ত নামের দুই রিসার্চ স্কলার। দুধের ভেজাল শনাক্তকরণ সংক্রান্ত তাঁদের এই গবেষণাপত্রটি সম্প্রতি পিয়ার-রিভিউড জার্নাল ‘Nature’-এ প্রকাশিত হয়েছে। কালারিমেট্রিক ডিটেকশন পদ্ধতির সাহায্যে প্রতিটি ভেজাল শনাক্ত করা সম্ভব হয়েছে,বিভিন্ন লিকুইড স্যাম্পেল থেকে।

ভেজাল শনাক্ত করতে স্যাম্পেল টেস্টের জন্য এক মিলিলিটার দুধ ব্যবহার করতে হবে। ডিভাইসের 3D ডিজ়াইনটি একটি সামঞ্জস্যপূর্ণ গতিতে ঘন তরল চলাচলের জন্য ভাল ভাবে কাজ করে। কাগজটি বিকারক দিয়ে ট্রিট করা হয় এবং শুকানোর জন্য কিছুক্ষণ রেখে দেওয়া হয়। দ্রবণীয়তার উপর নির্ভর করে সমস্ত বিকারক পাতিত জল বা ইথানলে দ্রবীভূত হয়। মহাপাত্র যোগ করলেন,’দুধ কতটা খাঁটি তার প্রথাগত পরীক্ষাগার পদ্ধতিগুলির বেশিরভাগই খরচসাপেক্ষ এবং অনেকটা সময়ও নিয়ে নেয়। নতুন প্রযুক্তিটি সেই জায়গায় খুব সস্তার,মাত্র ৩০ সেকেন্ড সময় লাগে।

দুধের পাশাপাশি জল এবং ফ্রেশ জুসেও ভেজাল থাকলে তা পরীক্ষা করতে পারে’। ভেজাল দুধ পান করলে মানুষের শরীরে কিডনির সমস্যা থেকে শুরু করে শিশু মৃত্যু পর্যন্ত হতে পারে। ভেজাল দুধে এমনকি ক্যানসার পর্যন্ত হতে পারে। এই কাগজের যন্ত্রটি এখনও পর্যন্ত বাজারে আসেনি। এই যন্ত্রটি একবার এসে গেলে দাম খুব কম হবে বলেই জানা গিয়েছে।

নানা পুষ্টিগুণে সমৃদ্ধ তরমুজ খেলে যা ঘটে ডায়াবেটিস রোগীর শরীরে