জুমবাংলা ডেস্ক : রংপুর, রাজশাহী, ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে আজ ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে এই বজ্রপাত হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
আজ সকালে এক ফেসবুক পোস্টে মোস্তফা কামাল পলাশ বলেন, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতের আশংকা করা যাচ্ছে। এই পূর্বাভাস লেখার সময় ব্যাপক বজ্রপাত চলছে রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা এবং ময়মনিসংহ বিভাগের শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলাতে। সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে অল্প পরিমাণে বজ্রপাত হচ্ছে।
তিনি আরো বলেন, এই বজ্র-বৃষ্টি দিনের সময় বৃদ্ধির সাথে সাথে রংপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে দক্ষিণ দিকে রাজশাহী ও ঢাকা বিভাগের দিকে অগ্রসর হওয়ার আশংকা করা যাচ্ছে। ফলে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী, ময়মনিসংহ, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
খোলা মাঠে কৃষি কাজ করলে বজ্রপাতের আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রবল উল্লেখ করে পলাশ জানান, গত ৩ দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে বজ্রপাতের আঘাতে একাধিক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী, ময়মনিসংহ, ঢাকা ও সিলেট বিভাগের কৃষকদের মাঠে কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানান এই আবহাওয়াবিদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।