জুমবাংলা ডেস্ক : করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সিঙ্গাপুর, দুবাই ও আবুধাবিতে ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ঢাকা-সিঙ্গাপুর রুটে ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান।
বৃহস্পতিবার ( ১৯ মার্চ) বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: মোকাব্বির হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, করোনা ভাইরাস এখন সারা বিশ্বের সমস্যা। তাই এই ভাইরাসের বিস্তার ঠেকাতে বিমান বিভিন্ন রুটে ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ের সাথে ফ্লাইট বন্ধ রেখেছে বিমান। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে।
এদিকে যাত্রী সংকটে বিমানের অভ্যন্তরীন রুটেও ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বন্ধ রাখা ফ্লাইটগুলো হল, ঢাকা-বরিশাল-ঢাকা (২২ মার্চ), ঢাকা-যশোর-ঢাকা (২২ মার্চ), ঢাকা-সৈয়দপুর-ঢাকা (২৩ মার্চ), ঢাকা-রাজশাহী-ঢাকা (২৩ মার্চ), ঢাকা-কক্সবাজার-ঢাকা (২১ থেকে ২৩ মার্চ সব ফ্লাইট), ঢাকা-চট্টগ্রাম-ঢাকা (২১ থেকে ২৩ মার্চের সব ফ্লাইট), ঢাকা-সিলেট-ঢাকা (২১ ও ২২ মার্চ)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।