জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক আব্দুস সাত্তার (৪০) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তারের বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ঢাকার উত্তরা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি অ্যাম্বুলেন্স বিজয়পাশা এলাকায় পৌঁছালে ঢাকামুখী একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে।
এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে গেলে চালকসহ চারজন আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অ্যাম্বুলেন্সের চালক আব্দুস সাত্তারকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



