ধর্ম ডেস্ক : মহাপঞ্চমীতে, দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হলো দুর্গা পূজার আনুষ্ঠানিকতা। নবরাত্রির পঞ্চম দিনে দেবী দূর্গা নেমে আসেন ভক্তদের মাঝে। যেসব স্থানে তার উপাসনা, সেই সব স্থানেই তার উপস্থিতি অনুভব করতে পারেন ভক্তরা। মহামারীর কারণে এবারে হচ্ছে না পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতা। তবুও স্বাস্থ্যবিধি মেনেই দুর্গা পূজার প্রস্তুতি নেয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় খামারবাড়ি সনাতন সমাজ কল্যাণ সংঘের পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন , নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর রয়েছে।
এদিকে বুধবার সংবাদ সম্মেলনে করোনাকালে পূজা আয়োজনের বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরেন মহানগর পূজা উদযাপন পরিষদ নেতারা। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সকল পূজা মণ্ডপকে পূজা আয়োজনের আহবান জানান তারা। এবার দেবী এসেছেন দোলায় চড়ে। যাবেন গজে করে। অষ্টমীতে কুমারী পূজা পালিত হবে না এবার।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel