জুমবাংলা ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের ওপর একটি ট্রাকের চাকা দেবে বিকল হয়ে পড়ায় এতে নিশ্চিত বড় দুর্ঘটনা রক্ষা পেয়েছে মহুয়া কমিউটার ট্রেন। এ ঘটনায় ঢাকার সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের রেল চলাচল বন্ধ রয়েছে।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গেটম্যান মো. মিনহাজ উদ্দিন জানান, রাত ৯টা দিকে ট্রাকটি সাতখামাইর এলাকা থেকে টাইলসের কাঁচামাল নিয়ে বরমীর দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের পাড় হতে রেললাইনে ওঠার আগেই ট্রাকটির ডান পাশের পেছনের দু’টি চাকা সড়কের ওপর দেবে যায়। এতে ট্রাকের সামনের অংশ রেললাইনের ওপরে গিয়ে উঠে। ওই সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি সাতখামাইর স্টেশন থেকে ট্রাকের চাকা দেবে যাওয়া অংশ পার হয়ে শ্রীপুর স্টেশনে প্রবেশ করছিল। নিশ্চিত দুর্ঘটনা আঁচ করতে পেরে তাৎক্ষণিক বিষয়টি দায়িত্বরতদের জানালে দ্রুত গতির ট্রেনটি দুর্ঘটনা কবলিত ট্রাকের খুব কাছাকাছি এসে থেমে যায়। এতে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি, বেঁচে যায় যাত্রীরাও।
শ্রীপুরের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান জানান, গেটম্যানের কাছ রেল লাইনে ট্রাক আটকে পড়ার খবরটি মহুয়া ট্রেনের গার্ড, পরিচালককে জানানো হয়। তারা ট্রেনটি দ্রুত থামিয়ে দেন। এতে ঢাকাগামী মহুয়া কমিউটার দুর্ঘটনা কবলিত জায়গার পাশে, কাওরাইদ স্টেশনে অগ্নিবীণা এক্সপ্রেস এবং ময়মনসিংহগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। ট্রাকটি উদ্ধার করতে স্থানীয়ভাবে চেষ্টা চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
শারীরিক অক্ষমতার কারণে ৪ স্ত্রী চলে গেল, ক্ষোভে ৫ম স্ত্রীকে সঙ্গে যা করলেন স্বামী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।