বিনোদন ডেস্ক : হিন্দি স্যাটেলাইট মিডিয়ার সবচেয়ে বেশি আলোচিত রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল। আর তার থেকেও বেশি পরিচিত এখন অরুনিত (Arunita) ও পবনদ্বীপ (pawandeep)। জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল 12 এর মুকুট পেয়েছিলেন পবনদ্বীপ রাজন। তবে পাশাপাশি ফাস্ট রানার আপ হয়ে অরুনিতাও জয় করে নিয়েছিলেন অসংখ্য দর্শকের মন। প্রথম দ্বিতীয় যেই হন জনপ্রিয়তা কিন্তু দুজনেরই সমান।
সেই শো থেকে তাদের দুজনের প্রেম নিয়ে চর্চা শুরু, শো শেষ হয়েও সেই চর্চা থামেনি। ইতোমধ্যে বিভিন্ন শোতে দুজনের একসাথে দেখা মিলেছে। তাদের হাতে রয়েছে এখনও অনেকগুলি কাজ। আসছে বিভিন্ন সেলিব্রেটিদের সঙ্গে কাজ করার সুযোগ। আবার বিদেশের মাটিতেও একসাথে পারফর্ম করেছেন তারা। এককথায় এই জুটির এখন ক্রেজ তুঙ্গে।
বহুবার মঞ্চে যুগলবন্দী গান গেয়েছেন তারা তবে এবারে তাদের দেখা মিলল বাড়িতেই। সেখানেই ফের দুজন জুটি বেঁধে গান গাইলেন। সম্প্রতি “পবনদ্বীপ অরুনিতা” নামের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে তাদের একসাথে গান করতে দেখা গেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



