শাওমি ১৩ আল্ট্রা: ৫০ মেগাপিক্সেলের দুর্দান্ত ক্যামেরার ফোন
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দুর্দান্ত স্মার্টফোন আনল চীনের শাওমি। মডেল শাওমি ১৩ আল্ট্রা। লেদার ফিনিশে মোড়া এই ৫৬ ফোনে রয়েছে একগুচ্ছ চমক। যার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য স্মার্ট ফোনটির ক্যামেরা, ডুয়াল বা ট্রিপল নয়। এতে থাকছে ৫০ মেগাপিক্সেলের চারটি প্রাইমারি ক্যামেরা।
ক্যামেরা ছাড়াও শাওমি ১৩ আল্ট্রা স্মার্টফোনের আরও একটি ফিচার নিয়ে ব্যাপক উত্তেজিত ইউজাররা, এটি হল স্মার্টফোনের প্রসেসর। এই ৫জি ফোনে থাকছে স্ন্যাপড্র্যাগন ৮ জেন ২ প্রসেসর। যা ২কে ১২ বিট ডিসপ্লে সাপোর্ট করে সঙ্গে ২৬০০ নিটস সর্বোচ্চ ব্রাইটনেস।
শাওমি ১৩ আলট্রা ফোনের দাম
দুইটি ভেরিয়েন্টে এই প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করেছে শাওমি। একটি ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ। অন্যটি ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি রম। ফোন দুইটির দাম লাখ খানেক টাকারও বেশি। আপাতত চীন এবং নির্দিষ্টি কয়েকটি দেশেই লঞ্চ হয়েছে এই স্মার্টফোন।
শাওমি ১৩ আল্ট্রা ফোনের কনফিগারেশন
৬.৭৩ ইঞ্চির ২কে অ্যামোলেড ডিসপ্লে মিলবে এই স্মার্টফোনে, সঙ্গে মিলবে এইচডিআর ১০ প্লাস এবং ডলবি ভিশন সাপোর্ট, ডিসপ্লে সুরক্ষিত রাখবে গরিলা গ্লাস ভিক্টাস। স্মার্টফোনের ব্যাক প্যানেলে রয়েছে লেদার ফিনিশ। শাওমি ১৩ আলট্রাতে মিলবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডলবি অ্যাটমস সাপোর্ট, আইপি ৬৮ রেটিং এবং স্টিরিও স্পিকার।
পারফরম্যান্স বুস্ট করার জন্য শাওমি ১৩ আল্ট্রাতে থাকছে অত্যাধুনিক কোয়ালকম স্ন্যাপড্র্যাগন জেন ২ চিপসেট, যা ১৬ জিবি পর্যন্ত সর্বোচ্চ র্যাম সাপোর্ট করে। হাই এন্ড গেমিংয়ের পাশাপাশি এই ফোনে যত ইচ্ছা মাল্টিটাস্কিংও করা যাবে। প্রসেসর থেকে এবার আসা যাক ক্যামেরায়।
শাওমি ১৩ আল্ট্রা ফোনের ক্যামেরা
শাওমি ১৩ আলট্রা মডেলে বিশেষ চমক হিসাবে থাকছে ৪টি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। একটি ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৯৮ মূল সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেল সনি আইএক্স ৮৫৮ আল্ট্রাওয়াইড ক্যামেরা, আইওএস-সহ ৫০ মেগাপিক্সেল সুপার টেলিফটো সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর যার সাহায্যে থ্রিএক্স অপটিকাল জুম করা যাবে। ব্যাক ক্যামেরার সঙ্গে ফোনের ফ্রন্ট ক্যামেরাও চাবুক। শাওমি ১৩ আলট্রার সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেন্সর।
একবার চার্জ দিয়ে সারাদিন নিশ্চিন্ত থাকা যাবে তার জন্য এতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দিয়েছে শাওমি। সঙ্গে থাকছে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।