কারো মোবাইলে কল আসলে এবং ইন্টারনেট কানেশন থাকলে নাম্বার মোবাইলে সেইভ করা না থাকলেও রিসিভ করার আগেই ট্রুকলার নাম ভাসিয়ে জানিয়ে দেয়, কে কল করেছে। আর এই ফিচারের জন্য অল্পদিনের মধ্যেই সারা দুনিয়ায় জনপ্রিয় হয়ে উঠে ট্রুকলার। কিন্তু গত কয়েক বছরে, প্রতিযোগিতার মার্কেটে টিকে থাকতে আরও ফিচার যুক্ত হয়েছে ট্রুকলার অ্যাপে। এবার এই অ্যাপে এসেছে আরও এক দুর্দান্ত ফিচার।
ইতোমধ্যেই নতুন ফিচার নিয়ে এই অ্যাপের ভার্সন ১২ আত্মপ্রকাশ করেছে। যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল ভিডিও কলার আইডি। অর্থাৎ আপনাকে কেউ ভিডিও কল করলে তা রিসিভ করার আগেই ছোট একটি ভিডিও দেখার সুযোগ পাবেন ইউজাররা। যেখানে ভিডিও কল প্রদানকারীর সম্পর্কে জানা যাবে।
এছাড়াও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বদলে যাচ্ছে ট্রুকলারের ইন্টারফেসও। ফলে আলাদা ট্যাবে কলের তথ্য এবং অন্য ট্যাবে এসএমএস দেখা যাবে। আরও একটি আকর্ষণীয় ফিচার হয়তো ইতিমধ্যেই চোখে পড়েছে সবার। এখন থেকে যে কোনও ইনকামিং এবং আউটগোয়িং কল রেকর্ড করা যাবে।
কোনও ভয়েস কল এলে কিংবা করলে স্ক্রিনের উপরে ডানদিকে একটি রেকর্ড অপশন দেখাবে। সেটি টাচ করলেই কল রেকর্ড অন হয়ে যাবে।
ভিডিও কলার আইডির মাধ্যমে কোন কলটি আপনি রিসিভ করতে চান, তা আগে থেকেই ঠিক করে রাখতে পারবেন। এছাড়াও ইন্টারফেসের পদ্ধতি বদলে যাওয়ায় ইউজারের তথ্য পেতেও সুবিধা হবে আপনার।
সূত্র: সংবাদ প্রতিদিন
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.