AW300 মডেলের আউটডোর ক্যামেরা মার্কেটে উন্মোচন করেছে শাওমি। শাওমি অবশ্য আপাতত শুধু চীনের মার্কেটে ক্যামেরাটি রিলিজ করেছে। এই ক্যামেরার সবথেকে আকর্ষণীয় ফিচার হচ্ছে নাইট ভিশন সিস্টেম।
শাওমির ক্যামেরায় ওয়াইড ডায়নামিক রেঞ্জ টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এর ফলে ক্যামেরাটি পরিবেশের বিভিন্ন জটিল অবস্থার সাথে খাপ খেয়ে নিতে পারে।
শাওমি এর আউটডোর ক্যামেরায় সাদা রঙের আলো ব্যবহার করা হয়েছে। এই সাদা রঙের আলো বেশ শক্তিশালী। ক্যামেরাটির সবথেকে ইউনিক ফিচার হচ্ছে এখানে অতিবেগুনি রশ্নির ব্যবহার লক্ষ্য করা যায়। এ বিশেষ রশ্মির মাধ্যমে ক্যামেরার মধ্যে নাইট ভিশন ফিচারটি কাজ করে থাকে।
শাওমির ক্যামেরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের মাধ্যমে নাইট ভিশন ফিচার ব্যবহার করে থাকে। ক্যামেরার পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায় তাহলে তা থেকে সাদা আলো নিঃসৃত হয়।
এ ক্যামেরাটি ব্যবহারকারীর মোবাইলে প্রয়োজনীয় নোটিফিকেশন পাঠিয়ে দিতে সক্ষম। আউটডোর দিয়ে যারা যারা হেঁটে যাবেন তাদের ছবি এবং মুভমেন্ট এর তথ্য আপনাকে জানিয়ে দেয়া হবে।
পাশাপাশি কেউ যদি চুরি-ডাকাতির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করতে যায় তাহলে ক্যামেরাটি এলার্ম বাজাবে এবং ফ্ল্যাশলাইট চালু করবে।
শাওমির ক্যামেরাটিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন স্পিকার এবং মাইক্রোফোন ইন্সটল করা হয়েছে। এ মাইক্রোফোন আশেপাশের 7 মিটার পর্যন্ত এরিয়া কভার করবে। এমনকি MIJIA মাধ্যমে আপনি দরজার বাইরে দাঁড়ানো ব্যক্তির সঙ্গে লাইভে কথা বলতে পারবেন।
ভয়েস ইন্টারকমের মাধ্যমে যখন ব্যক্তির সঙ্গে কথা বলবেন তখন তার ফুটেজ দেখতে পারবেন MIJIA অ্যাপে লগইন করার মাধ্যমে।
ক্যামেরাটি ip66 সার্টিফিকেট অর্জন করেছে। এর ফলে ধূলা এবং পানিতে ক্যামেরার কোন ক্ষতি হবে না। -৩০ ডিগ্রী থেকে ৬০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় ক্যামেরাটি কাজ করতে সক্ষম।
শাওমির ক্যামেরায় নিজেদের ওয়াই-ফাই অ্যান্টেনা এবং চিপসেট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ক্যামেরায় নিজেদের সর্বশেষ ভার্সনের অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে।
শাওমি AW300 ক্যামেরা এর প্রাইস ২৮০০ রুপি ও ৩৫০০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।