গেমিং ইন্ডাস্ট্রিতে নতুন নতুন Engine, API, Technology এর Implementation যেমন হচ্ছে, গ্রাফিক্স এর কোয়ালিটিতেও আসছে বিরাট পরিবর্তন। কিন্ত তারপরেও আজকালকার গেম গুলোর বেশিরভাগই গেমারদের কাছে একঘেয়ে, পুরনো। আজ তুলে ধরবো এমন একটি গেমের কথা যা একঘেয়ে গেমপ্লে স্টাইল এর পরিবর্তে ভিন্ন কিছুর স্বাদ দিতে পারে। কিংবা এই গেমগুলোর রিমাস্টার বা সিকুয়েল এর দাবী করলেও অযৌক্তিক হবে না, এমনই ইউনিক সেসব গেম। আজ থাকছে ৪র্থ পর্ব।
গেমের গেমপ্লে, গ্রাফিক্স, স্টোরি ইত্যাদি সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো, দেওয়া থাকবে ট্রেইলার এর লিংক। চেষ্টা থাকবে দ্রুত বাকি পর্ব আপনাদের কাছে নিয়ে আসা। আশা করছি টিপিক্যাল অনলাইন ব্যাটেল রয়্যাল খেলতে খেলতে একঘেয়ে লেগে গেলে এই ভিন্নধর্মী গেমপ্লে ও স্টোরি বেসড গেমগুলো আপনার অবসাদ দূর করবে।
Bulletstorm(২০১১)
ভিন্ন ধরনের গল্প, গেমপ্লে স্টাইল, ফাইটিং সব দিক দিয়েই বাজিমাত করেছিল এই গেমটি। কাল্পনিক দুনিয়ায় কাল্পনিক শত্রু বা কাল্পনিক সব স্টেজে কাল্পনিক অস্ত্র, এরকম প্রেক্ষাপটে গেমের তো অভাব নেই। কিন্ত Bulletstorm এই পুরো ব্যাপারটিকেই ভিন্নভাবে দেখিয়েছিল। গেমপ্লে ভিডিও দেখলে হয়তো পাঠকের মনে হবে এটিতে নতুন কি আছে, অনেকটা বর্ডারল্যান্ডস গেম এর মতই তো লাগছে।
প্রথমত কাল্পনিক পৃথিবীতে বিভিন্ন ভ্যারিয়েশনের শত্রুদের সাথে ফাইট করতে এখানে হিরোকে দেওয়া হয়েছে বেশ কিছু ক্ষমতা। কিন্ত তার থেকেও বড় ব্যাপার ,সবথেকে আকর্ষণের জায়গাটা হলো এই গেমের গেমপ্লে ও ফাইটিং স্টাইল। শত্রুদের বিশেষ সক্ষমতা এর মাধ্যমে টেনে নিজের কাছে আনা যাবে, শূন্যে ভাসানো যাবে ও নিজের কাছে নিয়ে এসে আঘাত করে আবার শুন্যে ভাসানো যাবে। একটা শত্রুকে কত রকম ভাবে, কতটা সৃজনশীলতার মাধ্যমে মারা যেতে পারে তা এই গেমে ফুটে উঠেছে। বিশেষ করে আশেপাশের পরিবেশকে ব্যবহার করার সক্ষমতা অন্যরকম মাত্রা যোগ করেছে।
সাথে বস ও অন্যান্য শত্রুও যথেষ্ট চ্যালেঞ্জিং। প্রচুর পরিমাণে মিনিবস রয়েছে যেগুলো সাইজও ভিন্ন ভিন্ন। তারাও নানা ধরনের অস্ত্র ও সক্ষমতা নিয়ে হাজির হয়। বড় বসের পাশাপাশি মাঝেমধ্যে এই মিনিবস খেলার মজা আরও বাড়িয়ে দেয়। কাল্পনিক গাছ, শিম্পাঞ্জি জাতীয় বড় প্রাণী, বিশালাকার ডায়নোসরকে বস হিসেবে মোকাবেলা করতে হবে।
এই গেমটির রিমাস্টার এডিশন বের হয়েছিলো ২০১৭ সালে। বলা যায় কিছু নতুন কন্টেন্ট, উন্নত গ্রাফিক্স এর সাথেই এসেছিল এটি। তবে বর্তমানে এই গেমটির একটি দ্বিতীয় পার্ট আসলে মন্দ হবে না একদমই। উল্লেখ্য,গেমটি প্রথমবার EA পাবলিশ করলেও পরেরবার Gearbox বাজারে নিয়ে এসেছিলো।