গেমিং ইন্ডাস্ট্রিতে নতুন নতুন Engine, API, Technology এর Implementation যেমন হচ্ছে, গ্রাফিক্স এর কোয়ালিটিতেও আসছে বিরাট পরিবর্তন। কিন্ত তারপরেও আজকালকার গেম গুলোর বেশিরভাগই গেমারদের কাছে একঘেয়ে, পুরনো। আজ তুলে ধরবো এমন কিছু গেমের কথা যেগুলো জনপ্রিয়তার দিক দিয়ে খুব বেশি উপরের দিকে নয়, বিশ্বব্যাপী আলোচিত নয় ,আজকালকার বেশিরভাগ গেমারই খেলেননি তবে আজকালকার একঘেয়ে গেমপ্লে স্টাইল এর পরিবর্তে ভিন্ন কিছুর স্বাদ দিতে পারে। কিংবা এই গেমগুলোর রিমাস্টার বা সিকুয়েল এর দাবী করলেও অযৌক্তিক হবে না, এমনই ইউনিক সেসব গেম।
গেমের গেমপ্লে, গ্রাফিক্স, স্টোরি ইত্যাদি সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো, দেওয়া থাকবে ট্রেইলার এর লিংক। আশা করছি টিপিক্যাল অনলাইন ব্যাটেল রয়্যাল খেলতে খেলতে একঘেয়ে লেগে গেলে এই ভিন্নধর্মী গেমপ্লে ও স্টোরি বেসড গেমগুলো আপনার অবসাদ দূর করবে।
Spec Ops The Line (2012)
Spec Ops The Line, ২০১২ সালের দিকে রিলিজ হওয়া এই গেমটি যথেষ্ট সাড়া জাগিয়েছিল। সাধারণত আমরা বন জঙ্গল ,শহর, নদী বা পাহাড়ে গেমগুলোর স্টেজ দেখতে পাই, তবে এই ক্ষেত্রে এই সম্পুর্ণ গেমটিই ফিচার করছিল বিদ্ধস্ত দুবাই শহরকে। মরুভুমির মধ্যে বিভিন্ন বিল্ডিং,স্থাপনার ধ্বংসাবশেষ ,প্রতিকুল আবহাওয়ার অসাধারণ এক্সপেরিয়েন্স এই গেমটা দিতে সক্ষম হয়েছিল।
বিশেষ করে মরুভুমির মধ্যে মরুঝড় বা ধুলিঝড় এর মধ্য দিয়ে প্লেয়ারকে লড়াই করে এগিয়ে যাওয়া, বিভিন্ন অবজেক্টিভ কমপ্লিট করা ও এরই মধ্যে শত্রুদের মোকাবেলা করতে হবে যা যথেষ্ট চ্যালেঞ্জিং।
স্টোরি নির্ভর শুটার হিসেবে অত্যন্ত সুন্দর গেমপ্লে এর উপস্থিতি আছে। 1st person shooting এর পরিবর্তে 3rd person shooting ফিচার করা হয়েছে। 1st person ভিউ এর কারণে গেমটির সম্পুর্ণ মজাটাই কয়েক ধাপ বেড়ে গিয়েছে ও অন্যন্য গেম থেকে আলাদা করেছে বলে আমি মনে করি। আর শুটিং গেম হলেও এর স্টোরি অত্যন্ত চমৎকার, টিপিক্যাল গেম এর মত নয়, বরং গেমারের কার্যকলাপ এর উপর নির্ভর করে গেমটির এন্ডিং হতে পারে বেশ কয়েক রকমের। অর্থাৎ স্টোরির বেশ বড় একটি প্রভাব রয়েছে এখানে।
গেমটির অপ্টিমাইজেশন ও গ্রাফিক্স কোয়ালিটি ভালো। তবে দুবাই ,ধুলিঝড় কে ফুটিয়ে তোলার কারণে হলদেটে বা কিছুটা কমলা ভাব গ্রাফিক্স এ রয়ে গিয়েছে, অর্থাৎ এই রঙগুলোর প্রভাব বেশি রয়েছে পরিবেশকে ফুটিয়ে তুলতে। গেম এর ফাইটিনও যথেষ্ট সুন্দরও অস্ত্রে বৈচিত্র্য রয়েছে। Max Payne 3, Watch Dogs এর মত এখানে আমরা কভার টু কভার এপ্রোচ দেখেছি। এখানেও সেরকম, কভার নিয়ে নিয়ে খেলতে হবে।
এই গেমটির রিমাস্টার,নতুন কোনো পার্ট আসার ব্যাপারে অফিশিয়াল কোনো তথ্য নেই, তবে একটি খবর দেওয়ার মত রয়েছে সেটি হচ্ছে Tencent Spec Ops The Line এর স্টুডিওর বেশিরভাগটাই নিজেদের মালিকানায় করে নিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।