জনপ্রিয় গেম রিভিউঃ Syndicate

জনপ্রিয় গেম রিভিউ

গেমিং ইন্ডাস্ট্রিতে নতুন নতুন Engine, API, Technology এর Implementation যেমন হচ্ছে, গ্রাফিক্স এর কোয়ালিটিতেও আসছে বিরাট পরিবর্তন। কিন্ত তারপরেও আজকালকার গেম গুলোর বেশিরভাগই গেমারদের কাছে একঘেয়ে, পুরনো। আজ তুলে ধরবো এমন একটি গেমের কথা যা  একঘেয়ে গেমপ্লে স্টাইল এর পরিবর্তে ভিন্ন কিছুর স্বাদ দিতে পারে। কিংবা এই গেমগুলোর রিমাস্টার বা সিকুয়েল এর দাবী করলেও অযৌক্তিক হবে না, এমনই ইউনিক সেসব গেম। আজ থাকছে ৩য় পর্ব।

জনপ্রিয় গেম রিভিউ

গেমের গেমপ্লে, গ্রাফিক্স, স্টোরি ইত্যাদি সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো, দেওয়া থাকবে ট্রেইলার এর লিংক। চেষ্টা থাকবে দ্রুত  বাকি পর্ব আপনাদের কাছে নিয়ে আসা। আশা করছি টিপিক্যাল অনলাইন ব্যাটেল রয়্যাল খেলতে খেলতে একঘেয়ে লেগে গেলে এই ভিন্নধর্মী গেমপ্লে ও স্টোরি বেসড গেমগুলো আপনার অবসাদ দূর করবে।

Synidicate

Syndicate নামটা শুনলে গেমারদের মাথায় Assassin’s Creed এর Syndicate এর নাম আসে। আসারই কথা। তবে অনেকটা চুপিসারেই বা নিজেদের অজান্তেই EA বা Electronic Arts অসাধারণ একটি গেম পাবলিশ করেছিল Starbreeze Studios এর ডেভেলপমেন্টে। গেমটি Syndicate নামে পরিচিত, এটিকে Wikipedia ‘cyberpunk first-person shooter’ নামেই আখ্যায়িত করেছে।

গেমটি কিছুটা সাইন্টিফিক বা Sci-fi শুটারও বলা যেতে পারে। গেমটিতে Human Brain modification/Brain Controlling এর এবিলিটি রয়েছে হিরোর। শত্রুকে মানব হিসেবে দেখালেও টুকটাক স্পেশাল এবিলিটি যুক্ত স্পেশাল চরিত্র ও বস রয়েছে। হিরো Eurocorps এর এজেন্ট যার নাম কিলো।

যাই হোক, মূল চরিত্র ফায়ারিং এর পাশাপাশি শত্রুদের বিরুদ্ধে নিজের স্কিল ব্যবহার করবে যা এই গেমের অন্যতম মুল আকর্ষণ। নরমাল শত্রুর সাথে সাথে রয়েছে বস ফাইট, যেগুলো গেম এর মজা আরো কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে।টিপিক্যাল শুটিং গেম এর অস্ত্র থেকে কিছুটা বৈচিত্র্য রয়েছে। মোট ১৯ ধরনের অস্ত্র রয়েছে, গেমার একসাথে ২টি অস্ত্রের সাথে গ্রেনেডও ব্যবহার করতে পারবেন।

এটি এমনই একটি গেম যা আজকালকার দিনগুলোতে গেমাররা অনেক বেশি মিস করেন। যদি অন্যরকম সুন্দর কোনো গেম এই মুহুর্তে খুজে থাকেন সেক্ষেত্রে এই গেমটি সেই প্রয়োজন মেটাতে পারে। একই সাথে এটি এমন একটি গেম যার Remaster বা Sequel বের করলে তা যথেষ্ট সাড়া ফেলবে ও ব্যবসাসফল হবে।