বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সম্প্রতি বাইকপ্রেমীদের জন্য বাজারে রয়েল এনফিল্ড কোম্পানি লঞ্চ করতে চলেছে নতুন entry-level বাইক! দুর্দান্ত ডিজাইন এবং আধুনিক ফিচারস সমন্বিত এই বাইকটি রয়েল এনফিল্ড কোম্পানি সব থেকে সস্তা সেগমেন্টের গাড়ি হিসেবে লঞ্চ করতে চলেছে। লম্বা সময় ধরে চলা টেস্টিং এর পর অবশেষে বাজারে কিছুদিনের মধ্যে লঞ্চ হতে চলেছে এই মোটর বাইক রয়েল এনফিল্ড হান্টার 350।
ক্লাসিক এবং মিটিওর রেঞ্জের 349 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনযুক্ত বাইকটি সর্বাধিক 20.2 বিএইচপি পাওয়ার জেনারেট করতে পারে এবং 27 ন্যানোমিটার টর্ক জেনারেট করতে পারে। এছাড়াও স্পোর্টি ডিজাইন যুক্ত এই বাইকটিতে কম্পানি দিয়েছে ট্রিপল নেভিগেশন এর সুবিধা। সিক্সস্পিড গিয়ারবক্স যুক্ত এই বাইকটি অন্যান্য বাইকের থেকে অনেক বেশি পাওয়ারফুল এবং সাউন্ড তৈরি করতে পারে।
এছাড়া আসন্ন এই রয়াল এনফিল্ড বাইকের তেলের ট্যাংক অনেকটা কাওয়াসাকি ক্যালিবারের মতোই অনুরূপ। ওজনে অত্যন্ত হালকা হওয়ার দরুন সাধারণ মানুষ অতি সহজেই এই বাইকটি পরিচালনা করতে পারবেন। এছাড়াও বাইকটির অসাধারণ রেট্রো ডিজাইন মধ্যবিত্তকে নিয়ে যাবে এক আলাদাই নস্টালজিয়ার জগৎ এ!
আর দাম? ভারতীয় অটোমোবাইল বিশেষজ্ঞদের আনুমানিক মতে দুই লক্ষ টাকার মধ্যেই ক্রেতাদের হাতে চলে আসবে এই বাইক। তাই মধ্যবিত্তদের রয়াল এনফিল্ড এর শখ পূরণ করতে আর কিছুদিনের মধ্যেই বাজারে উপলব্ধ হতে চলেছে এই বাইকটি। এককথায় সস্তার হওয়ার কারণে মধ্যবিত্তদের মধ্যে সবথেকে জনপ্রিয় রয়াল এনফিল্ড মডেল হয়ে উঠতে চলেছে এই বাইক!
Nothing Phone 1 কিনবেন ভাবছেন? মিড রেঞ্জের আরও যে ফোনগুলোও দেখতে পারেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।