iQOO তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করার ডেট ঘোষণা করেছে। অন্যদিকে ভিভো তাদের কাঙ্ক্ষিত Y100 স্মার্টফোন শীঘ্রই মার্কেটে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। নতুন রিলিজ পেতে যাওয়া এসব স্মার্টফোনের বিবরণ পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে।
iQOO Neo 7
iQOO Neo 7 স্মার্টফোনের ডিসপ্লের রেজুলেশন নিয়ে তথ্য নেই। তবে ১২০ হার্জের এমোলেড প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের সাইজ হবে 6.78 ইঞ্চি। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে MediaTek Dimensity 8200 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর।
iQOO Neo 7 স্মার্টফোনে LPDDR5 প্রযুক্তির র্যাম এবং ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ ইন্সটল করা থাকতে পারে। Android 13 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে স্মার্টফোনটি পরিচালিত হবে। iQOO Neo 7 হ্যান্ডসেটে ট্রিপল ক্যামেরা সেটাপ থাকবে।
5000 মেগাহার্জ এর শক্তিশালী ব্যাটারির স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি 120 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। iQOO Neo 7 স্মার্টফোনের প্রাইস 32 হাজার রুপি ও 40 হাজার টাকা। ফেব্রুয়ারির ১৬ তারিখে এটি মার্কেটে উন্মোচিত হবে।
Vivo Y100
Vivo Y100 স্মার্টফোনের ডিসপ্লের রেজুলেশন নিয়ে তথ্য নেই। তবে ১২০ হার্জের এমোলেড প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের সাইজ হবে 6.38 ইঞ্চি। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে MediaTek Dimensity 900 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর।
Vivo Y100 স্মার্টফোনে LPDDR4 প্রযুক্তির র্যাম এবং ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ ইন্সটল করা থাকতে পারে। Android 13 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে স্মার্টফোনটি পরিচালিত হবে। Vivo Y100 হ্যান্ডসেটে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটাপ থাকবে।
4500 মেগাহার্জ এর শক্তিশালী ব্যাটারির স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি 44 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। Vivo Y100 স্মার্টফোনের প্রাইস 24 হাজার রুপি ও 32 হাজার টাকা। কবে এটি মার্কেটে উন্মোচিত হবে তা এখনও নিশ্চিত নয়।
Vivo Y100 এবং iQOO Neo 7 স্মার্টফোন দুটি মাঝারি বাজেটের হওয়ায় অনেক ক্রেতাদের সামর্থ্য এর মধ্যেই থাকবে। ভিভো সবময় মাঝারি বাজেটে ভালো ক্যামেরা ফোন দেওয়ায় সুনাম অর্জন করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।