জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার চাঁদপুরের পুরাতন বাসস্ট্যান্ডে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, চাঁদপুর শহর আমির অ্যাডভোকেট শাহজাহান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর জেলা সহসভাপতি মো. শাহ আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মজিবুর রহমান বলেন, ১৭ বছর জালেম সরকারের অত্যাচারে মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল। আ.লীগ ভেবেছিল ’৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিন্তু তাদেরকে আল্লাহ অপমানিত করে দেশ থেকে বের করে দিয়েছেন। দেশে ভালো কাজ চালু করে মানুষকে শান্তি দিতে হলে, খারাপ কাজ বন্ধ করে মানুষকে নিরাপত্তা দিতে হলে শুধু দোয়া মাহফিলের আয়োজন করলে চলবে না। বরং আল্লাহর দল তৈরি করেই এগুলো বাস্তবায়ন করতে হবে। ঐক্যই হচ্ছে শক্তি। প্রত্যেক মুসলমান ঐক্যবদ্ধ হলেই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসেবে গঠিত হবে। এর জন্য জামায়াতে ইসলামী যেকোনো ইসলামি দলের সঙ্গে ঐক্য করতে আগ্রহী।Travel packages
তিনি বলেন, ২০২৪ এর অভ্যুত্থান ছিল ন্যায়ের পথের অভ্যুত্থান, কুরআন সুন্নাহর পক্ষের অভ্যুত্থান, কোনো নাস্তিকদের অভ্যুত্থান না। ১৯৭১ এ দেশবাসী বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল, ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকার এর জন্য আন্দোলন করেছিল কিন্তু ভারতীয় আধিপত্য বাদের কারণে এ দেশের মানুষ তাদের অধিকার বঞ্চিত হয়েছে। ১৯৭৪ এর দুর্ভিক্ষে বহু মানুষ মারা গেছে, একজন বমি করলে আরেকজন খেয়েছে, মুজিব গণতন্ত্র ধ্বংস করে বাকশাল কায়েম করেছে। মিডিয়ার স্বাধীনতা বন্ধ করেছে।
মজিবুর রহমান বলেন, সর্বশেষ তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দিনের ভোট রাতে করেছে, একজনের ভোট আরেকজনকে দিয়েছে। নির্বাচনে শিক্ষকদের বাধ্য করে ভোটের হার ৪% কে ৪১% করেছে। গণতন্ত্রকে হত্যা করে কবর দিয়েছে।
অধ্যাপক মজিবুর রহমান বলেন, ইসলাম কায়েম হলে কোনো বৈষম্য থাকবে না। ইসলাম না থাকলেই যাবতীয় বৈষম্য দেখা দিবে। আগামী দিনে যদি সুখী সমৃদ্ধ বাংলাদেশ চান তাহলে ইসলাম রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। এই জন্য জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, ভালো, নিরপেক্ষ নির্বাচন চাইলে সংস্কারের জন্য একটু অপেক্ষা করতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষেই সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন সম্ভব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।