দুর্নীতির অভিযোগে বিমানের এমডিকে দায়িত্ব থেকে অব্যাহতি

জুমবাংলা ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোসাদ্দেক হোসেনকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। খবর ইউএনবি’র।

বেসমারিক বিমান চলাচল ও পর্যটন সচিব মহিবুল হক বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত বিমানের পরিচালক (অপারেশন) ক্যাপ্টেন ফরহাদ হাসান জামিল ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।

মহিবুল হক বলেন, ‘অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মঙ্গলবার রাতে বিমান ব্যবস্থাপনা কমিটির এক বৈঠকে মোসাদ্দেককে তার পদ থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।’

১৫ জুনের মধ্যে নতুন এমডি নিয়োগ দেয়া হবে বলে জানান তিনি।