‘দুর্নীতি ও দুর্বৃত্তায়নমুক্ত বাংলাদেশ গড়তে হলে তারেক রহমানের বিকল্প নেতৃত্ব নাই’

tarek

জুমবাংলা ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ‘দুর্নীতি প্রতিরোধে বিএনপি কঠোর ভূমিকায় রয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে দলের নেতাকর্মীদেরকে বার বার নানা বিষয়ে সতর্ক করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কোনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। আগামীতেও করবেন না। তার নেতৃত্বেই আগামী দিনে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’

tarek

শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজংয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে শহিদ নেতাকর্মীদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় লৌহজং উপজেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট সালাম বলেন, ‘দুর্নীতি ও দুর্বৃত্তায়নমুক্ত বাংলাদেশ গড়তে হলে তারেক রহমানের বিকল্প নেতৃত্ব নাই। আজ তার সুদৃঢ় নেতৃত্বের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। তার নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ ছিল। এজন্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।’

দিলীপের রিমান্ড শেষ, আজ তোলা হবে আদালতে

লৌহজং উপজেলা বিএনপির সদস্যসচিব হাবীবুর রহমান অপু চাকলাদারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলার দশটি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দলের সর্বস্তরের নেতাকর্মীরা। এর আগে সকালে বেজগাঁও ইউনিয়ন শাখার বর্ধিত সভা হয়।