জুমবাংলা ডেস্ক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি কোন অফিসে কোন কর্মকর্তা বা কর্মচারী দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)তে ৭৪ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসময় আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতি মুক্ত সরকার। এই সরকারের সময় কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ সরকার সকল দলের যেকোন কর্মসূচি পালনে কোন বাধা দিচ্ছে না। তবে কোন দল নির্বাচনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার কঠোর জবাব দেবে।
তিনি বলেন, বিএনপির কোন আন্দোলন কর্মসূচিতে বাধা প্রদান করতে সরকার পুলিশকে ব্যবহার করছে না। বরং পুলিশ দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে যা করার দরকার তাই করছে।
অনুষ্ঠানে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর সিনিয়র সচিব রমেন্দ্র নাথ বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।