জুমবাংলা ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে ঢুকে দুর্বৃত্তদের হামলায় আহত আবাসিক চিকিৎসকদের খোঁজ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রবিবার (০১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ঢাকা মেডিকেলে গিয়ে রেসিডেন্ট চিকিৎসক ডা. ইমরান ও ডা. মাশরাফিকে দেখতে যান।
তিনি আহত চিকিৎসকদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি অতীতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় আক্রান্ত ডাক্তারদের পাশে দাঁড়ানোর কথা ও তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করার কথা উল্লেখ করেন।
ডা. রফিকুল ইসলাম এই ধরনের ঘটনায় কোনো সুযোগ সন্ধানী মহলের অস্থিরতা তৈরি করার ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান। পাশাপাশি ডাক্তারদের সুরক্ষা ও নিরাপত্তা বিধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, শনিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর দফায় দফায় হামলা ও মারধরের ঘটনা ঘটে। এরপর রাতেই কাজ বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা। অন্য ডাক্তাররা তাদের কর্মবিরতিতে সংহতি জানালে রোববার সকাল থেকে হাসপাতালের সব বিভাগে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়।
হামলাকারীদের আটক ও শাস্তির পাশাপাশি সারা দেশে চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ দুই দফা দাবি জানানো হয় চিকিৎসকদের তরফ থেকে। কিন্তু দাবি পূরণের আশ্বাস না মেলায় দুপুরে সারা দেশে সব চিকিৎসাকেন্দ্রে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে ছয় দফা দাবি জানানো হয়। চিকিৎসকদের এই আন্দোলনে একাত্মতা জানান ঢাকা মেডিকেলের নার্স ও কর্মচারীরাও।
রবিবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে বৈঠক শেষে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেন চিকিৎসকরা।
এদিকে ঢামেক হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ স্বাস্থ্যসেবা সংস্কার পরিষদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।