আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে অত্যন্ত দামী ও দুর্লভ রত্ন পিঙ্ক ডায়মন্ড। সম্প্রতি এটি আবারো প্রমাণিত হলো হংকংয়ে অনুষ্ঠিত নিলামে। ৪ কোটি ৯৯ লাখ ডলারে বিক্রি হয়েছে আলোচিত একটি পিঙ্ক ডায়মন্ড। হীরা কিংবা রত্ন পাথর বিক্রিতে প্রতি ক্যারেটের হিসাবে এই মূল্য আগের সব রেকর্ড ছাপিয়ে গেছে।
মার্কিন নিলাম প্রতিষ্ঠান সথবি’স জানিয়েছে, শুক্রবার নিলামে ১১ দশমিক ১৫ ক্যারেটের ‘উইলিয়াম পিঙ্ক স্টার’ নামের ডায়মন্ডটি ৪ কোটি ৯৯ লাখ ডলারে বিক্রি হয়েছে। যা নিলামের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দাম।
নিলামে এ হীরার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২ কোটি ১০ লাখ ডলার। নাম প্রকাশের অনিচ্ছুক ফ্লোরিডার এক ব্যক্তি এর দ্বিগুণ দামে কিনে নেন উইলিয়াম পিঙ্ক স্টার হীরাটি।
গোলাপী হীরাটির নামকরণের পেছনে রয়েছে একটি রাজকীয় ঘটনা। ১৯৪৭ সালে রানী দ্বিতীয় এলিজাবেথের বিয়েতে উপহার হিসেবে দেয়া ২৩ দশমিক ৬ ক্যারেটের বিখ্যাত সিটিএফ পিঙ্ক স্টার ও উইলিয়ামসন স্টোন, এই দুই হীরা থেকে এসেছে নামটি।
বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ রত্ন বিক্রেতা টোবিয়াস কোরমিন্ড বলেছেন, এটা অত্যন্ত বিস্ময়কর। তবে এটি প্রমাণ করেছে নড়বড়ে অর্থনীতিতে উচ্চমানের ডায়মন্ড এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এর আগেও মন্দা ও সম্পদের অস্থিতিশীলতার সময়ে অর্থনীতিতে ডায়মন্ড সহায়ক ভূমিকা পালন করেছে বলে জানান তিনি।
২০১৭ সালে হংকংয়ে অনুষ্ঠিত নিলামে সিটিএফ পিঙ্ক স্টার ডায়মন্ড বিক্রি হয় ৭ কোটি ১২ লাখ ডলারে। এখনো পর্যন্ত হীরা বিক্রির ইতিহাসে এটি সর্বোচ্চ দাম। এর পরপরই স্থান করে নিয়েছে শুক্রবার নিলামে বিক্রি হওয়া ‘উইলিয়াম পিঙ্ক স্টার’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।