জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপকমিটির সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক দুরন্ত বিপ্লবের অকস্মাৎ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ ও স্বজন- শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সাবেক মেধাবী ছাত্রনেতা দুরন্ত বিপ্লবের অকস্মাৎ মৃত্যু যেহেতু অস্বাভাবিক সেহেতু মৃত্যুর ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়ে নিরপেক্ষ তদন্ত করার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ করেছেন।
দুরন্ত বিপ্লব ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের আগে তার মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন ছিল কামরাঙ্গীরচরের মুসলিমবাগ। শনিবার বিকালে পাগলা ঘাট থেকে তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শেখ ফরহাদ জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, সমান কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুরন্ত বিপ্লবকে হত্যা করা হয়েছে।
কেরানীগঞ্জে কৃষি খামার ছিল দুরন্ত বিপ্লবের। উচ্চশিক্ষা অর্জনের পর দেশের মানুষের হাতে বিষ মুক্ত খাবার পৌঁছে দিতে এই খামার গড়ে তুলেছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।