নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় আহত ব্যবসায়ি সিরাজ উদ্দিন (৭৫) প্রায় দেড় মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে অশিন শেখ সাদ্দাম।
এরআগে, বুধবার (০২ অক্টোবর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। গত ১৭ আগস্ট মাগরিবের পর শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের শ্রীপুর সবুজবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজ উদ্দিন শ্রীপুর পৌরসভার শ্রীপুর গ্রামের সবুজবাগ এলাকার মৃত আব্দুর রহমান শেখের ছেলে। তিনি শ্রীপুর বাজারের পুরাতন মুদী ও পান দোকানী ছিলেন।
নিহতের ছেলে অশিন শেখ সাদ্দাম বলেন, গত ১৭ আগস্ট শ্রীপুর পাকা জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন আমার বাবা। এ সময় পেছন থেকে বেপরোয়া গতির একটি অটোরিকশা তাঁকে চাপা দিয়ে প্রায় ১০০ ফুট টেনে হেঁচড়ে নিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১ মাস ১৬ দিন চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় একজন থানায় অবগত করেছে। খোঁজ নিয়ে ও নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।