
Advertisement
জুমবাংলা ডেস্ক: দূষিত বাতাসের শহরের তালিকায় বৃহস্পতিবার সকালে দ্বিতীয় খারাপ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। খবর ইউএনবি’র।
এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) সকাল ১০টায় জনবহুল এই শহরের স্কোর ছিল ১৩৮। যা বাতাসের মানকে ‘সংবেদনশীল গ্রুপের জন্য অস্বাস্থ্যকর’ নির্দেশ করে।
চীনের সাংহাই এবং ভিয়েতনামের হ্যানয় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান দখল করেছে।জনবহুল ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। মূলত নির্মাণ কাজের নিয়ন্ত্রণহীন ধুলা, যানবাহনের ধোঁয়া, ইটভাটা প্রভৃতি কারণে রাজধানীতে দূষণের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বর্ষা মৌসুমে দূষণ কিছুটা কমে।
বিশ্বব্যাংক ও পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে এ শহরের চারপাশে অবস্থিত ইটভাটাকে চিহ্নিত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।