জুমবাংলা ডেস্ক: পদ্মা সেতুতে দু’এক দিনের মধ্যে বসতে যাচ্ছে ১৫তম স্প্যান ৪-ই। ১৫তম স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর ২,২৫০ মিটার দৃশ্যমান হচ্ছে। খবর বাসসের।
ইতোমধ্যে ১৪টি স্প্যান সফলভাবে বসানোর ফলে পদ্মা সেতুর ২,১০০ মিটার বা ২ কিলোমিটারের অধিক দৃশ্যমান হয়।
আবহাওয়া এবং ড্রেজিং অনুকূলে থাকলে আগামী ১৬ অথবা ১৭ অক্টোবর ১৫তম স্প্যান পিয়ার-২৩ এবং ২৪ এর উপর বসানো হবে।
আজ সোমবার স্প্যানটি পদ্মার চর এলাকা হতে সরিয়ে নেয়া হয়েছে।
এছাড়া পিলারের উপরে বসাতে আরো ৫টি স্প্যান এখন প্রস্তুত রয়েছে । তবে পদ্মায় নাব্যতা সংকটের কারণে এ সকল স্প্যান এতো দিন বসানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন দায়িত্বরত একজন প্রকৌশলী। তবে ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনায় এখন থেকে আবার স্প্যান বসানোর কাজ এগিয়ে যাবে।
সংশ্লিষ্ট প্রকৌশলী আরো জানান, সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩২টি পিলারের কাজ ইতিমধ্যে পুরোপুরি শেষ হয়েছে। বাকী ১০টি পিলারের পাইলিং শেষ হলেও এখন ক্যাপ বা পুরোপুরি কাজ শেষ হয়নি।
এছাড়া মোট ৪১ টি স্প্যানের মধ্যে মাওয়ায় ইতোমধ্যে এসে পৌঁছেছে ৩০ টি স্প্যান। যার মধ্যে ১৪টি স্থাপন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।