Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home দৃষ্টান্ত স্থাপন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ্
    বিভাগীয় সংবাদ রাজশাহী

    দৃষ্টান্ত স্থাপন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ্

    Shamim RezaAugust 21, 2019Updated:August 21, 20194 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : বদলে গেছে পাবনার বিচার বিভাগের চিত্র। বিচারকের দক্ষতায় গত এক বছরে পাবনার আমলি আদালত সমূহে ৫১৬৭ টি মামলা নিস্পত্তি হয়েছে। পাবনা জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ্ মো. সালাহ্উদ্দিন খাঁর ব্যক্তিগত উদ্যোগে জেলার বিচারাঙ্গণে অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

    আদালত সূত্রে জানা যায়, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পাবনায় গত বছরের জুন মাসে যোগদান করেন। এরপর থেকে তার আন্তরিক প্রচেষ্টা, সততা এবং কঠোর পরিশ্রমে আদালতের বিচারিক কাজে এ যাবত কালের রেকর্ড গড়েছেন। ২০১৮ সালের জুলাই মাস থেকে চলতি বছরের জুন পর্যন্ত ১ বছরে গৃহীত সাক্ষীর সংখ্যা ১৫ হাজার ২১৩টি। মা’দক মামলা নিষ্পত্তি ১ হাজার ৯২টি, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৬ হাজার ৮৯৬টি, দণ্ডাদেশ প্রদানকৃত মামলার সংখ্যা ১৮৭৩টি এবং বিচারাধীন মামলার সংখ্যা ১৪ হাজার ৫৬৪টি।

    পক্ষান্তরে ২০১৭ সালের জুলাই ২০১৮ সালের জুন পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায়, গৃহীত সাক্ষীর সংখ্যা ৭ হাজার ৭০৯টি, মা’দক মামলা নিষ্পত্তি ২৪২টি, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৫ হাজার ১৬৭টি, দণ্ডাদেশ প্রদানকৃত মামলার সংখ্যা ৪২৩ টি এবং বিচারাধীন মামলার সংখ্যা ১৪ হাজার ৮৭২টি।

    গত এক বছরে ২০১৮ সালে দায়ের এবং ২০১৮ সালেই সাক্ষীর মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৪৬৭টি। গত এক বছরে ২০১৫ সাল বা তার পূর্বের নিষ্পত্তিকৃত পুরাতন মামলার সংখ্যা ১ হাজার ৫৮টি।

    এ ব্যাপারে চীফ জুডিসিয়ল ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ জানান, আদালতে সম্পাদিত বিচারিক কাজের এ উর্ধ্বমুখি চিত্র যা পাবনা পুলিশ প্রশাসন ও বারের বিজ্ঞ আইনজীবীগনের আন্তরিক সহযোগিতাসহ ম্যাজিস্ট্রেসির বিজ্ঞ বিচারকগণের অক্লান্ত পরিশ্রমের ফল। এছাড়াও অবদান ছিল আদালতের সহায়ক কর্মচারীদের।

    এসময় তিনি আদালতের বিচারিক কাজে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

    আদালত সূত্র জানায়, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ প্রতিদিন এজলাসে উঠে প্রথমে ফৌজদারি কার্য বিধির ৫২৮ ধারা প্রয়োগ করে রাষ্ট্র পক্ষের উপস্থাপিত সাক্ষীদের সমহারে প্রত্যেক ম্যাজিস্ট্রেট আদালতে বন্টন/সমন্বয় করেন। এক্ষেত্রে তিনি প্রত্যেক আদালতের পেশকারদের কাছ থেকে রাষ্ট্র পক্ষের উপস্থাপিত সাক্ষীর তালিকা পূর্বে সংগ্রহ করেন এবং এজলাসে বসে তাৎক্ষণিক প্রয়োজন হলে মামলা ট্রান্সফার করেন প্রস্তুতকৃত ফরমেটেড আদেশের মাধ্যমে।

    ইতোপূর্বে তিনি পাবনা পুলিশ সুপারের সাথে মিটিং করে সাক্ষী উপস্থিত করাসহ মামলা নিষ্পত্তির কার্যপন্থা নির্ধারণ করেন। যেসব নতুন মামলার সরকারি সাক্ষী পাবনাতেই আছে সেসব মামলার তারিখ ৭/১০ দিন অন্তর প্রদান করার জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণকে নির্দেশনা দেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে মা’দকের ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করায় মা’দক মামলা নিষ্পত্তিতে অগ্রাধিকার দেন।

    গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডাক্তার সাক্ষীদের হাজিরার জন্য স্টেনোর মাধ্যমে মেসেন্জার, ইমো, ভাইয়ার, হোয়াটসঅ্যাপ ইত্যাদির সাহায্যে প্রসেস পাঠান। একই আইও সাক্ষী বা ডাক্তার সাক্ষীর মামলার তালিকা করে তাদের মামলাগুলো যতদূর সম্ভব একই তারিখে রাখেন। সপ্তাহে একদিন সিজেএম আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের নিয়ে বসেন।

    ফলে সিজেএম আদালতের বিচারিক কাজে ব্যাপক গতি আসে। ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে না হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের এ জন্য অফিস সময়ের অধিক বিচারিক কাজও করতে হয় না।

    বিচারপ্রার্থী কয়েকজন বাদি ও বিবাদির সাথে আলাপকালে তারা জানান, বর্তমানে পাবনা বিচার বিভাগে বেশ পরিবর্তন হয়েছে। অল্প দিনের মধ্যে বিচার কাজ শেষ হলে আদালতে বারবার আসতে হয় না। এতে কাজের ক্ষতি হয় না। অর্থ এবং সময় উভয়ই বাঁচে।

    এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস (পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার) বলেন, পাবনার বিচার বিভাগ এবং পুলিশ প্রশাসনের যৌথ প্রচেষ্টায় দেশের মধ্যে পাবনা একটি নতুন মডেল তৈরি করেছে। দেশের বিচার ব্যবস্থায় পাবনা জেলার এই চিত্র দৃষ্টান্ত স্বরূপ। যার মূখ্য ভূমিকায় আছেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সাবেক এসপি এবং বর্তমান এসপ । এ ধারা অব্যাহত রাখতে হবে।

    পাবনা জেলা অ্যাডভোকেট বারসমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ ইকবাল লিটন বলেন, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু সালেহ্ মো. সালাহ্উদ্দিন খাঁয়ের সততা এবং আন্তরিক প্রচেষ্টার কারণেই এটা সম্ভব হয়েছে। তিনি এ কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানান।

    পাবনা জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম পটল বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে এ রকম কাজই দরকার। যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে। মামলার বিচার যত দ্রুত সম্পন্ন হয় তত ঘাপলা কম হয়। আলামত নষ্ট হয় না। বাদি ও বিবাদি উভয়ই সু বিচার পায়। সারা দেশের মধ্যে পাবনায় বিচার বিভাগে যে মডেল তৈরি করা হয়েছে তার জন্য সংশ্লিষ্ট বিজ্ঞ বিচারকগণসহ সবাইকে ধন্যবাদ জানান তিনি।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    মেয়েকে হত্যা করলেন বাবা

    মেয়েকে হত্যা করলেন বাবা, এরপর যা ঘটল…

    August 28, 2025
    Recovery of counterfeit notes worth 4 lakh taka

    আশুলিয়ায় ৪ লাখ টাকার জাল নোট উদ্ধার, নারীসহ আটক ২

    August 28, 2025
    Singair

    সিংগাইরে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    August 27, 2025
    সর্বশেষ খবর
    তিন দফা দাবিতে সড়ক

    তিন দফা দাবিতে সড়ক অবরোধ করল শেকৃবি শিক্ষার্থীরা

    আফগানিস্তানের

    আফগানিস্তানের পূর্বাঞ্চলে বাস উল্টে নিহত ২৫, আহত ২৭

    বুয়েটের স্নাতক পরীক্ষা

    বুয়েটের স্নাতক পরীক্ষা সব লেভেল ও টার্মে স্থগিত

    লিকেজ থেকে ভয়াবহ

    লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, বাবা-ছেলের মৃত্যু

    ভারত চেয়ে দেখছে

    ভারত চেয়ে দেখছে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক

    গ্ল্যামার আর আত্মবিশ্বাসের

    গ্ল্যামার আর আত্মবিশ্বাসের মিশেলে জাহ্নবী

    আইনগত পদক্ষেপে ভয়ের

    আইনগত পদক্ষেপে ভয়ের ইঙ্গিত দিলেন ডিসি মাসুদ

    মন্তব্যে আলোচনায়

    মন্তব্যে আলোচনায় অভিনেত্রী দীঘি

    নতুন পরিকল্পনা নিয়ে

    নতুন পরিকল্পনা নিয়ে মুখোমুখি হাসিনা-এস আলম

    হিমাগারের গেটে আলুর

    হিমাগারের গেটে আলুর নতুন মূল্য ঘোষণা সরকারের

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.